Homeখবররাজ্যআরজি কর মামলায় এ বার অব্যাহতি চাইলেন এক জুনিয়র চিকিৎসক

আরজি কর মামলায় এ বার অব্যাহতি চাইলেন এক জুনিয়র চিকিৎসক

প্রকাশিত

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় এবার নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চাইলেন জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে।

মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে মামলার চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল। সেখানেই আশিসের আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় আদালতে জানান, তাঁর মক্কেল নির্দোষ এবং মামলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সেই যুক্তিতেই তিনি মামলা থেকে আশিসের অব্যাহতি চেয়ে আবেদন করেন।

এদিন ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন মামলার অন্যান্য অভিযুক্তরাও। তাঁদের মধ্যে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ, এবং দেহরক্ষী আশরাফ আলি খান। প্রসঙ্গত, বাকি চার অভিযুক্ত আগেই নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন।

সিবিআইয়ের আইনজীবীরা আদালতে লিখিত নথি জমা দিয়ে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে এবং তাদের অব্যাহতির কোনও প্রশ্নই ওঠে না। এই মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় আশিস পাণ্ডেকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ছিলেন তিনি। এই কেলেঙ্কারি সামনে আসার পর থেকেই উত্তরবঙ্গ লবির প্রসঙ্গ উঠে আসে এবং তখন থেকেই আশিস পাণ্ডের নাম জড়িয়ে পড়ে। এখন দেখার, আদালত তাঁর অব্যাহতির আবেদন মঞ্জুর করে কি না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।