Homeখবরবাংলাদেশপ্রয়াত সনজিদা খাতুন, দুই বাংলায় শোকের ছায়া

প্রয়াত সনজিদা খাতুন, দুই বাংলায় শোকের ছায়া

প্রকাশিত

দুই বাংলার সংস্কৃতি অঙ্গনে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সংগীতশিল্পী, সংগঠক, গবেষক এবং শিক্ষাবিদ ছায়ানটের সভানেত্রী সনজিদা খাতুন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি ডায়াবিটিস ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

বাংলাদেশের সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল পথপ্রদর্শক ছিলেন সনজিদা খাতুন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ‘ছায়ানট’, যা আজও সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিদ্যমান। সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাম্প্রদায়িক বিভাজন দূর করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি আজীবন কাজ করেছেন।

১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করা সনজিদা খাতুন বেড়ে ওঠেন এক বিদগ্ধ পরিবারে। তাঁর বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক, আর মা সাজেদা খাতুন ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও সংগীতচর্চার প্রতি আকৃষ্ট হন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

সনজিদা খাতুন রবীন্দ্রনাথের আদর্শকে আত্মস্থ করে সংস্কৃতি চর্চার এক নতুন ধারা তৈরি করেছিলেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বভারতী তাঁকে ‘দেশিকোত্তম’ সম্মানে ভূষিত করে। এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রদান করে। ২০২১ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করে। বাংলাদেশ সরকার তাঁকে ‘একুশে পদক’ এবং ‘বাংলা অ্যাকাদেমি সাহিত্য পুরস্কার’-এ ভূষিত করেছে।

নতুন করে বলার নয়, তাঁর প্রয়াণে দুই বাংলার সংস্কৃতি মহলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। সংগীত ও সাহিত্যচর্চায় তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।