Homeখবররাজ্য‘লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে’, রেড রোডে ঈদের নমাজে মমতা,...

‘লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে’, রেড রোডে ঈদের নমাজে মমতা, সম্প্রীতির বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা

প্রকাশিত

প্রতি বছরের মতো এ বছরেও রেড রোডে ইদের নমাজে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ৯টা নাগাদ তিনি রেড রোডে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খান।

ইদের বিশেষ সমাবেশে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতির বার্তা দিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপি ও সিবিআইকে একযোগে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল।”

মুখ্যমন্ত্রীর ভাষণে সর্বধর্ম সমন্বয়ের কথা উঠে আসে। তিনি বলেন, “সব ধর্মের প্রতিই আমার সমান শ্রদ্ধা। কেউ কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন। প্ররোচনায় যেন কেউ পা না দেন। কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে।”

সম্প্রতি লন্ডন সফরের প্রসঙ্গ উত্থাপন করে মমতা জানান, ইদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে তিনি বিদেশ সফর বাতিল করে কলকাতায় ফিরে এসেছেন। তাঁর কথায়, “আমার বাইরে যাওয়া জরুরি নয়। আমাদের লোকেদের শুভকামনা জানানোটা জরুরি।” অক্সফোর্ডের কেলগ কলেজে উপস্থিত কয়েকজনের প্রশ্নের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আমি গর্বের সঙ্গে বললাম, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি ইসাহি। আমি এক জন ভারতীয়।”

মুখ্যমন্ত্রীর পরেই বক্তৃতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার সুরে তিনিও সকলকে প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান। অভিষেক বলেন, “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। কেউ গোলমাল পাকাতে এলে রেয়াত করা হবে না।”

ইদের সকালে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে বিজেপির সমালোচনা রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।