প্রতি বছরের মতো এ বছরেও রেড রোডে ইদের নমাজে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ৯টা নাগাদ তিনি রেড রোডে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খান।
ইদের বিশেষ সমাবেশে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতির বার্তা দিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপি ও সিবিআইকে একযোগে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল।”
মুখ্যমন্ত্রীর ভাষণে সর্বধর্ম সমন্বয়ের কথা উঠে আসে। তিনি বলেন, “সব ধর্মের প্রতিই আমার সমান শ্রদ্ধা। কেউ কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন। প্ররোচনায় যেন কেউ পা না দেন। কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে।”
সম্প্রতি লন্ডন সফরের প্রসঙ্গ উত্থাপন করে মমতা জানান, ইদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে তিনি বিদেশ সফর বাতিল করে কলকাতায় ফিরে এসেছেন। তাঁর কথায়, “আমার বাইরে যাওয়া জরুরি নয়। আমাদের লোকেদের শুভকামনা জানানোটা জরুরি।” অক্সফোর্ডের কেলগ কলেজে উপস্থিত কয়েকজনের প্রশ্নের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আমি গর্বের সঙ্গে বললাম, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি ইসাহি। আমি এক জন ভারতীয়।”
মুখ্যমন্ত্রীর পরেই বক্তৃতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার সুরে তিনিও সকলকে প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান। অভিষেক বলেন, “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। কেউ গোলমাল পাকাতে এলে রেয়াত করা হবে না।”
ইদের সকালে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে বিজেপির সমালোচনা রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us