খবর অনলাইন ডেস্ক: সোমবার খুশির ঈদ নির্বিঘ্নে পালিত হল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে। ঈদ উপলক্ষ্যে সকালেই পড়া হল নমাজ। তাতে যোগ দিলেন শিশু থেকে শুরু করে বয়স্করা, সবাই। তার পর সারা দিন আনন্দোৎসব পালন করা। আর তার সঙ্গে বন্ধুবান্ধব, আত্মীয়পরিজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়।
প্রতি বছরের মতো এ বছরেও রেড রোডে ইদের নমাজে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৯টা নাগাদ তিনি পৌঁছে যান সেখানে। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খান।
ঈদ উৎসব রাজীব বসুর ক্যামেরায় –

উত্তর ২৪ পরগণার কামারহাটির মাঠে নমাজ পাঠ।

নমাজে যোগ দিল কিশোরীরাও।

নমাজের পর একটু খাওয়া হবে না?

একটু অবসরে কিছু খেলাই বা বাদ যায় কেন?