Homeখবররাজ্যকনভেন্ট রোডে রাজ্য সরকারের উদ্যোগে নতুন স্নায়ু হাসপাতাল, বরাদ্দ ৫৯ কোটি টাকা

কনভেন্ট রোডে রাজ্য সরকারের উদ্যোগে নতুন স্নায়ু হাসপাতাল, বরাদ্দ ৫৯ কোটি টাকা

প্রকাশিত

রাজ্যবাসীর জন্য সুখবর। এবার কলকাতার কনভেন্ট রোডে গড়ে উঠছে সম্পূর্ণ স্নায়ু চিকিৎসার জন্য এক আধুনিক হাসপাতাল ও গবেষণাকেন্দ্র। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রায় ৫৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই অত্যাধুনিক কেন্দ্রটি।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই অর্থদপ্তর এই প্রকল্পের জন্য ৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রথম দফায় বরাদ্দ হয়েছে ৭ কোটি টাকা। হাসপাতালের প্রাথমিক নকশা চূড়ান্ত করেছে পূর্ত দপ্তর। আপাতত সাততলা এই হাসপাতালে ২৪x৭ স্নায়ুর সূক্ষ্ম অস্ত্রোপচার, নিউরো সার্জারি ও নিউরো মেডিসিনে পোস্ট-ডক্টরাল কোর্সের ব্যবস্থাও থাকবে।

হাসপাতালটি কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজ থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত একটি অধিগৃহীত জমিতে তৈরি হবে। বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সেখানে থাকবে দুটি পৃথক সাব-স্টেশন। প্রশাসনিক অনুমোদনের জন্য ইতিমধ্যেই কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, “রাজ্যে বেসরকারি নিউরো চিকিৎসার বহু কেন্দ্র থাকলেও সরকারি ব্যবস্থায় এই ধরনের পূর্ণাঙ্গ নিউরো হাসপাতাল আগে ছিল না। এই হাসপাতাল তৈরি হলে সাধারণ মানুষের আর মোটা টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে যেতে হবে না।”

প্রস্তাবিত হাসপাতাল ও গবেষণাকেন্দ্রে থাকবে সেরিব্রাল স্ট্রোকের চিকিৎসা ও তার পরবর্তী ফলো-আপের জন্য পৃথক বিভাগ। পাশাপাশি থাকবে জটিল স্নায়ুর রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ।

স্বাস্থ্য ভবনের মতে, বর্তমানে এসএসকেএমের বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে প্রবল চাপ থাকায় অনেক রোগীকে চিকিৎসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন এই হাসপাতাল চালু হলে রাজ্যের নিউরো চিকিৎসা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।

তবে এখনো প্রস্তাবিত হাসপাতালের শয্যা সংখ্যা নির্ধারিত হয়নি। গোটা প্রকল্পের অগ্রগতি নির্ভর করছে পূর্ত দপ্তরের কাজের গতির উপর। আশা করা হচ্ছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই পুরোপুরি কাজ শুরু হবে এবং রাজ্যবাসীর জন্য চালু হবে এই বহু প্রতীক্ষিত হাসপাতাল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।