Homeখবররাজ্যকনভেন্ট রোডে রাজ্য সরকারের উদ্যোগে নতুন স্নায়ু হাসপাতাল, বরাদ্দ ৫৯ কোটি টাকা

কনভেন্ট রোডে রাজ্য সরকারের উদ্যোগে নতুন স্নায়ু হাসপাতাল, বরাদ্দ ৫৯ কোটি টাকা

প্রকাশিত

রাজ্যবাসীর জন্য সুখবর। এবার কলকাতার কনভেন্ট রোডে গড়ে উঠছে সম্পূর্ণ স্নায়ু চিকিৎসার জন্য এক আধুনিক হাসপাতাল ও গবেষণাকেন্দ্র। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রায় ৫৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই অত্যাধুনিক কেন্দ্রটি।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই অর্থদপ্তর এই প্রকল্পের জন্য ৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রথম দফায় বরাদ্দ হয়েছে ৭ কোটি টাকা। হাসপাতালের প্রাথমিক নকশা চূড়ান্ত করেছে পূর্ত দপ্তর। আপাতত সাততলা এই হাসপাতালে ২৪x৭ স্নায়ুর সূক্ষ্ম অস্ত্রোপচার, নিউরো সার্জারি ও নিউরো মেডিসিনে পোস্ট-ডক্টরাল কোর্সের ব্যবস্থাও থাকবে।

হাসপাতালটি কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজ থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত একটি অধিগৃহীত জমিতে তৈরি হবে। বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সেখানে থাকবে দুটি পৃথক সাব-স্টেশন। প্রশাসনিক অনুমোদনের জন্য ইতিমধ্যেই কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, “রাজ্যে বেসরকারি নিউরো চিকিৎসার বহু কেন্দ্র থাকলেও সরকারি ব্যবস্থায় এই ধরনের পূর্ণাঙ্গ নিউরো হাসপাতাল আগে ছিল না। এই হাসপাতাল তৈরি হলে সাধারণ মানুষের আর মোটা টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে যেতে হবে না।”

প্রস্তাবিত হাসপাতাল ও গবেষণাকেন্দ্রে থাকবে সেরিব্রাল স্ট্রোকের চিকিৎসা ও তার পরবর্তী ফলো-আপের জন্য পৃথক বিভাগ। পাশাপাশি থাকবে জটিল স্নায়ুর রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ।

স্বাস্থ্য ভবনের মতে, বর্তমানে এসএসকেএমের বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে প্রবল চাপ থাকায় অনেক রোগীকে চিকিৎসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন এই হাসপাতাল চালু হলে রাজ্যের নিউরো চিকিৎসা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।

তবে এখনো প্রস্তাবিত হাসপাতালের শয্যা সংখ্যা নির্ধারিত হয়নি। গোটা প্রকল্পের অগ্রগতি নির্ভর করছে পূর্ত দপ্তরের কাজের গতির উপর। আশা করা হচ্ছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই পুরোপুরি কাজ শুরু হবে এবং রাজ্যবাসীর জন্য চালু হবে এই বহু প্রতীক্ষিত হাসপাতাল।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ এআই মডেল তৈরি করলেন ভারতের স্পর্শ আগরওয়াল! আইআইটি পড়ুয়ার উদ্ভাবনে চমক প্রযুক্তি মহলে

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের এক তরুণ উদ্ভাবক। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের...

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।