Homeখবররাজ্য'দিদি আছে, সম্পত্তি রক্ষা হবে' ওয়াকফ আইন সংশোধন নিয়ে ক্ষোভ প্রঙ্গঙ্গে আশ্বাস...

‘দিদি আছে, সম্পত্তি রক্ষা হবে’ ওয়াকফ আইন সংশোধন নিয়ে ক্ষোভ প্রঙ্গঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রকাশিত

পার্ক সার্কাসে শুরু, ছড়িয়ে পড়ছে রাজ্যে— ওয়াকফ আইনের প্রতিবাদের মাঝেই সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। জানালেন, “দিদি আছেন, সম্পত্তি রক্ষা হবে।”

ওয়াকফ সংশোধনী আইন সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও প্রতিবাদ। গত শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কলকাতার পার্ক সার্কাস সাতমাথা মোড় ঘিরে বিক্ষোভে শামিল হয় একাধিক মুসলিম সংগঠন। সেই আঁচ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্যের আরও কিছু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। ঠিক এই আবহেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দিলেন— ভয় নয়, ‘দিদি’ পাশে আছেন।

মুখ্যমন্ত্রীর আশ্বাস

জৈন সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত ‘নবকার মহামন্ত্র দিবস’-এর মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। জিও, জিনে দো।”

তিনি আরও বলেন,“আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।”

ওয়াকফ আইন ও কেন্দ্রীয় প্রতিক্রিয়া

ওয়াকফ সংশোধনী বিল সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করেছেন। ইতিমধ্যেই গেজেটেও প্রকাশিত হয়েছে নতুন আইনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইনকে “সমগ্র সমাজ ও মুসলিমদের স্বার্থে প্রণীত চমৎকার আইন” বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়,“এখন ওয়াকফের পবিত্র চেতনা ও মুসলিমদের অধিকার সুরক্ষিত হবে।”
তবে একই সঙ্গে তিনি কংগ্রেসকে বিঁধে বলেন, “তোষণের রাজনীতির মাধ্যমে কিছু মৌলবাদী নেতা সম্পদ পেয়েছেন, কিন্তু সাধারণ মুসলিমরা কী পেয়েছেন?”

বিরোধীদের অবস্থান

ওয়াকফ সংশোধনী আইনকে অসাংবিধানিক বলে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসও শুরু থেকেই সংসদে এই বিলের বিরোধিতা করে আসছে। বিশেষজ্ঞদের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটের আস্থা অর্জনে এই ইস্যুকেই রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে রাজ্যের শাসক দল।

মমতার বার্তা ও রাজনৈতিক গুরুত্ব

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার সময়কার বিভাজনের প্রসঙ্গ টেনে বলেন, “বিভাজন তো আমরা করিনি। সেই স্বাধীনতার সময়ে হয়েছে। কেউ কেউ আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে। তাতে পা দেবেন না।”
তিনি আরও বলেন, “বাংলায় ৩৩ শতাংশ সংখ্যালঘু রয়েছেন। আমরা কী করব, তাঁদের বার করে দেব? এটা কখনও হবে না।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই মন্তব্য তৃণমূলের দীর্ঘদিনের সংখ্যালঘুভিত্তিক সমর্থনকে ধরে রাখার কৌশল হিসেবেই উঠে এসেছে। পার্ক সার্কাসে বিক্ষোভ, কেন্দ্রের ওয়াকফ আইন এবং বাংলায় সংখ্যালঘুদের মনোভাব— সব মিলিয়ে পরিস্থিতি যে বেশ উত্তপ্ত, তা স্পষ্ট। আর সেই আবহেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন, ওয়াকফ সম্পত্তি ও সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় তিনি সর্বদা পাশে থাকবেন।

পড়ুন: ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায় পাশ, রাষ্ট্রপতির সইয়ের বদলাবে ৭০ বছরের পুরনো আইন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।