Homeখবররাজ্যএসএসসি দফতরের সামনে চাকরিহারা শিক্ষকদের অনশন শুরু, দাবি যোগ্যদের নাম প্রকাশের

এসএসসি দফতরের সামনে চাকরিহারা শিক্ষকদের অনশন শুরু, দাবি যোগ্যদের নাম প্রকাশের

প্রকাশিত

২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির পর চাকরি হারানো শিক্ষকদের একাংশ ফের সরব। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কলকাতার এসএসসি দফতরের সামনে শুরু হয়েছে লাগাতার অনশন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে যোগ্য চাকরিপ্রাপ্তদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে।

এর পাশাপাশি বুধবার পুলিশের ভূমিকারও তীব্র নিন্দা করেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান চলাকালীন ত্রিপল বিছানোর অনুমতিও দেওয়া হয়নি।

অনশনকারীদের পক্ষে জানানো হয়েছে, শুরুতে চার জন শিক্ষক এই অনশনে বসছেন। প্রথম অনশনকারী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে পঙ্কজ রায়ের। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা যতক্ষণ না তাঁদের দাবির সুষ্ঠু ও স্বচ্ছ সমাধান পাচ্ছেন, ততক্ষণ অনশন চালিয়ে যাবেন।

পুলিশি আচরণে ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষকরা

বুধবার থেকেই দফতরের সামনে অবস্থান শুরু করেছিলেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, রাজ্য প্রশাসন শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে। এমনকি রাতভর অবস্থান চললেও মাথার উপর ত্রিপল টানার অনুমতি পর্যন্ত মেলেনি।

এক আন্দোলনকারী বলেন, “চেয়ারম্যান বলেছেন যোগ্যদের চালিকা প্রকাশ করা হবে। কিন্তু কবে? মিরর ইমেজ তো অনলাইনেই রয়েছে। তাহলে দেরি কেন? আমরা স্পষ্টভাবে বলছি, তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা সরব না।”

আত্মত্যাগের জন্য প্রস্তুত আন্দোলনকারীরা

‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের নেতা সুমন বিশ্বাস জানান, “আমরা আগেই বলেছি, আত্মত্যাগের জন্য প্রস্তুত। তাই লাগাতার অনশন শুরু করলাম। এই আন্দোলনে আপনাদের সকলের সহযোগিতা চাই।”

উল্লেখ্য, বুধবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এসএসসি দফতরে গিয়েছিলেন তিনিও। তাঁরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিক বৈঠকের মাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।