Homeবিনোদন৪ ফুট ৮ ইঞ্চির অভিনেতার বাজিমাত! সলমান, প্রভাস, রণবীরকে টপকে ২২০০ কোটির...

৪ ফুট ৮ ইঞ্চির অভিনেতার বাজিমাত! সলমান, প্রভাস, রণবীরকে টপকে ২২০০ কোটির ক্লাবে

প্রকাশিত

মাত্র ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতা। মুখ্য চরিত্র নন, বড় পোস্টারেও তাঁর মুখ থাকে না। কিন্তু জাফর সাদিক (Jaffer Sadiq) বর্তমানে ভারতের অন্যতম ব্যাঙ্কেবল অভিনেতা হয়ে উঠেছেন—তা তিনি আর পাঁচজনের মতো নন বলেই হয়তো আরও বেশি করে প্রমাণ করছেন নিজেকে।

এই ২৯ বছর বয়সী ডান্সার থেকে অভিনেতা হয়ে ওঠা ২০২০ সালে ‘Paava Kadhigal’ সিরিজে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। কিন্তু তাঁর বড় পর্দায় পথচলা শুরু হয় ২০২২ সালে, কামাল হাসানের ব্লকবাস্টার ছবি ‘বিক্রম’ দিয়ে। সেই ছবিতে বিজয় সেতুপতির গ্যাংয়ের সদস্য হিসেবে ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যদিও চরিত্রটি ছোট ছিল, দর্শকের চোখ এড়িয়ে যাননি তিনি।

এরপর তিনি যাত্রা শুরু করেন একের পর এক বিশাল বাজেটের সুপারহিট ছবিতে। ২০২৩ সালে মুক্তি পায় রজনীকান্তের ‘জেলার’, যেখানে তিনি আবারও নজর কাড়েন। একই বছরে বলিউডে পা রাখেন শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির মাধ্যমে। এই তিনটি ছবি মিলিয়ে বক্স অফিসে আয় প্রায় ₹২২০০ কোটির বেশি—যেখানে জাফর প্রত্যেকটি ছবিতে উপস্থিত ছিলেন, হয়ত ছোট চরিত্রে, কিন্তু গুরুত্বপূর্ণভাবে।

পরিসংখ্যান বলছে:

  • বিক্রম (2022): ₹৪১৪ কোটি (কামাল হাসানের কেরিয়ারের সবচেয়ে বড় হিট)
  • জেলার (2023): ₹৬০৫ কোটি (২০২৩-এর সেরা তামিল ছবি)
  • জওয়ান (2023): ₹১১৫০ কোটি (শাহরুখ খানের কেরিয়ারের সেরা আয় করা ছবি)

সবশেষে দেখা গিয়েছে তাঁকে বরুণ ধাওয়ানের ‘Baby John’ ছবিতে।
মাত্র ৫ বছরে জাফর সাদিকের অভিনীত ছবিগুলির সম্মিলিত আয় ₹২২০০ কোটি ছাড়িয়েছে—একই সময়কালে এত আয় অর্জন করতে পারেননি প্রভাস, রজনীকান্ত, সলমন খান, সানি দেওল বা রণবীর কাপুরের মতো তারকারাও সমৃদ্ধ ছবিগুলিও। এই তালিকায় তাঁর আগে আছেন কেবল শাহরুখ খান, যার তিনটি ছবি মিলে আয় করেছে ₹২৬০০ কোটি।

জাফরের এই উত্থান প্রমাণ করে যে, পর্দায় উপস্থিতি কতটা তীব্র হলে, ছোট চরিত্রেও দর্শক হৃদয় জয় করা যায়। এক সময়ের ব্যাকগ্রাউন্ড ডান্সার এখন তামিল এবং হিন্দি সিনেমার হিট মেশিনের অংশ। তাঁর ক্যারিয়ারের চমকপ্রদ উত্থান শুধু উচ্চতা নয়, ট্যালেন্টই আসল পরিচয়—এই বার্তা দেয় গোটা ইন্ডাস্ট্রিকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।