Homeখবরকলকাতাপার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে...

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

প্রকাশিত

কলকাতা: অবশেষে পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫,০০০ বর্গ ফুট এলাকা চিহ্নিত করল কলকাতা পুরসভা (KMC)। ৭৭ বছরের পুরনো মার্কেট ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের প্রস্তুতি নিচ্ছে পুরসভা। আপাতত ব্যবসায়ীদের জন্য ময়দানে অস্থায়ী স্টল বসাতে ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুরসভার এক আধিকারিক।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে মার্কেটের দ্বিতীয় তলার প্যারাপেট ভেঙে পড়ায় এক ক্রেতা আহত হন। তারপর থেকেই মার্কেট ভবনটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়। তবে এতদিন ব্যবসায়ীরা বর্তমান মার্কেট ছেড়ে অন্যত্র যেতে রাজি হননি।

পুরসভার মেয়র-ইন-কাউন্সিল (MIC) বৈঠকে মার্কেট ভেঙে নতুন করে নির্মাণের প্রস্তাব পাস হয়। এরপর পাঁচ মাস আগে পুর আধিকারিক ও ব্যবসায়ীদের একটি দল ময়দান পরিদর্শন করেন। যদিও ব্যবসায়ীদের একাংশ এখনও আপত্তি জানিয়ে আসছেন। তাঁদের আশঙ্কা, ময়দানে গেলে ব্যবসার ক্ষতি হতে পারে। তারা বিকল্প কোনো কাছাকাছি জায়গায় স্থানান্তরের দাবি জানিয়েছেন। তবে, আশেপাশে কোনো উপযুক্ত জায়গা খুঁজে পায়নি পুরসভা।

২০২৩ সালের অক্টোবরে পুরসভা ব্যবসায়ীদের জন্য একটি ইনসেনটিভ স্কিমও ঘোষণা করে। সেখানে ময়দানে স্থানান্তরিত হলে স্টল ভাড়ার ৫০ শতাংশ ছাড়ের প্রস্তাব দেওয়া হয়। তবে তাতেও ব্যবসায়ীদের মন গলাতে পারেনি প্রশাসন।

পড়ুন: রাতে প্রায় একমাস বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ

মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেন, “আমরা ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছি, যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় তাঁদেরই নিতে হবে।” তিনি আরও জানান, পুরসভা দ্রুততম সময়ে নির্মাণ শেষ করতে চায়। তবে পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের একাংশ মনে করছেন, নির্মাণ শেষ হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে, ফলে তারা এখনো সরে যেতে অনীহা প্রকাশ করছেন।

পুরসভার তরফে আপ্রাণ চেষ্টা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অধরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।