Homeখবরদেশকরেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

প্রকাশিত

ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমান্তের করেগুট্টা পাহাড় এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে চালানো বিশাল যৌথ অভিযান সপ্তম দিনে পৌঁছেছে। একটি সিনিয়র পুলিশ কর্তার তথ্য অনুযায়ী, কিছু মাওবাদী পালিয়ে বেড়াচ্ছে, কেউ কেউ লুকিয়ে আছে আবার কেউ লড়াইয়ের পরিকল্পনাও করছে।

“কিছু নকশাল লুকিয়ে আছে, কিছু ঘুরে বেড়াচ্ছে, কিছু পালাচ্ছে, আর কিছু লড়াইয়ের ছক কষছে। আমাদের বাহিনী অভিযান ছেড়ে ফিরছে না। তাঁরা এলাকা দখল করে রেখেছে এবং অভিযান চলবে,” জানান অভিযানের পর্যবেক্ষণে থাকা এক কর্মকর্তা, পরিচয় গোপন রাখার শর্তে।

অভিযানের সময় নিরাপত্তাকর্মীরা একটি বড় প্রাকৃতিক গুহা আবিষ্কার করেছেন, যা সম্ভবত মাওবাদীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হত। পাশাপাশি, একটি বিশাল গর্তেরও সন্ধান মেলে, যা বাঁশ, প্লাস্টিকের শীট, মাটি ও ঘাস দিয়ে ঢাকা ছিল এবং যার মধ্যে বিপুল পরিমাণ সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল বলে সূত্রের খবর।

“এই সব জায়গা থেকে উদ্ধার হওয়া সামগ্রী নথিভুক্ত করা হচ্ছে ও বাজেয়াপ্ত করা হচ্ছে। পুরো তল্লাশি শেষ হওয়ার পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে,” জানানো হয়েছে সরকারি সূত্রে।

রবিবার অভিযানের সময়, একটি আইইডি বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) এক জওয়ান সামান্য আহত হন। বিস্ফোরকটি মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA)-র ব্যাটালিয়ন ১-এর সদস্যরা পুঁতে রেখেছিল বলে ধারণা। PLGA ব্যাটালিয়ন ১-কে মাওবাদীদের অন্যতম ভয়ঙ্কর ইউনিট হিসাবে মনে করা হয়।

এই অভিযানে করেগুট্টা পাহাড় ট্যাকটিক্যালি দখল করছে নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, এখানেই মাওবাদী নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্যরা PLGA ব্যাটালিয়নের সুরক্ষায় লুকিয়ে আছে।

সপ্তাহব্যাপী চলা অভিযানে এখনও পর্যন্ত তিন জন মাওবাদী নিহত হয়েছে এবং তিন জন জওয়ান আহত হয়েছেন। যদিও নিরাপত্তা বাহিনীর সূত্র মতে, নিহত মাওবাদীদের সংখ্যা আরও বেশি হতে পারে।

“আজ CoBRA (Commando Battalion for Resolute Action)-র এক জওয়ান আইইডি বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন। তবে তিনি এখন ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন,” জানিয়েছেন এক আধিকারিক। এর আগে, স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)-এর আরও দুই জওয়ান আহত হন।

উল্লেখ্য, গত বছরের টানা অভিযানের পর থেকেই মাওবাদীদের করেগুট্টা পাহাড় অঞ্চলে কোণঠাসা করা হয়েছে। এরই ফলশ্রুতি হিসেবে, ২১ এপ্রিল থেকে প্রায় ৭,০০০ কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর যৌথ দল পাহাড় ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।

পড়ুন: ৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।