Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত...

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

প্রকাশিত

সুন্দরবনের মতো এক সংবেদনশীল জীববৈচিত্র্যভিত্তিক এলাকায় প্লাস্টিক দূষণের মাত্রা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, এখন রাজ্যের জাতীয় প্রাণী বাঘরোলের (Fishing Cat) মলেও মিলছে মাইক্রোপ্লাস্টিক! সম্প্রতি এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সম্রাট চক্রবর্তী এই গবেষণার নেতৃত্বে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন অধ্যাপক গৌতমকুমার সাহা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ড. তনয় মুখার্জি এবং শহরভিত্তিক এনজিও SHER-এর জয়দীপ কুণ্ডু। গবেষণা হয়েছে সুন্দরবনের পাকিরালয়, পাথরপ্রতিমা, লথিয়ান বন্যপ্রাণী অভয়ারণ্য ও হেনরি’স আইল্যান্ডে। ফান্ডিং এসেছে Wildlife Conservation Trust-এর BEES Grants থেকে।

কি ধরণের প্লাস্টিক মিলেছে?

গবেষণায় দেখা গিয়েছে, মল, জল, মাটি, উদ্ভিদ, মাছ, কাঁকড়া এবং রোডেন্টদের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। মল-নমুনায় পাওয়া প্লাস্টিক মূলত ফাইবার, কিছু কিছু বিডস, ফোম, শিট ও টুকরো আকারের। এগুলির মধ্যে রয়েছে হাই ও লো-ডেনসিটি পলিথিন, পলিপ্রপিলিন, পলিইথার এবং অন্যান্য রাসায়নিক যা প্রধানত পর্যটন ও শিল্পবর্জ্য থেকেই এসেছে বলে জানিয়েছেন গবেষকরা।

দূষণের উৎস কী?

সমীক্ষার মতে, অবৈজ্ঞানিক পর্যটন, নিয়ন্ত্রহীন প্লাস্টিক ফেলা এবং জেলেদের ফেলে দেওয়া জালের মাধ্যমেই এই মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ছে।

এর প্রভাব কতটা ভয়াবহ?

অধ্যাপক সম্রাট চক্রবর্তীর মতে, এই প্লাস্টিক দূষণ মাৎস্যবিড়ালের অন্ত্রে সমস্যা তৈরি করতে পারে। এর ফলে তাদের আচরণগত পরিবর্তন, প্রজনন চক্রে সমস্যা, এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই সবই মাৎস্যবিড়ালের সংখ্যা হ্রাসের কারণ হয়ে দাঁড়াতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এই একই গবেষণায় এর আগেও বাঘরোলের মলে সীসা ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতিও ধরা পড়েছিল।

সচেতনতার পদক্ষেপও নিয়েছে গবেষণা দল

গবেষকরা সুন্দরবনে দুইটি সচেতনতা শিবিরের আয়োজন করেছেন, যার মধ্যে একটি ছিল পাকিরালয়ে স্থানীয় শিক্ষকদের নিয়ে। এছাড়াও দক্ষিণবঙ্গের ১২টি জেলায় সচেতনতা শিবির এবং ভগবতপুর কুমির প্রকল্পে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মাছ ধরা, পর্যটন ও নদীপথে যাতায়াতের সঙ্গে যুক্ত মানুষজনকেও এই কর্মসূচির মাধ্যমে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্লাস্টিক দূষণের ছাপ যদি ইতিমধ্যেই শৃঙ্খলের শীর্ষভাগে পৌঁছে যায়, তবে আগামী দিনে সুন্দরবনের ইকোসিস্টেমকে বাঁচাতে আরও কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও পথ নেই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরাবল্লীতে নতুন খনির লিজে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, প্রতিবাদের চাপে পরিবেশ রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রের

আরাবল্লী পার্বত্য অঞ্চলে নতুন খনির লিজে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। টেকসই খননের জন্য বিশেষ পরিকল্পনা তৈরির নির্দেশ, রাজনৈতিক বিতর্কও তীব্র।

কেন প্রতিবাদ-বিক্ষোভের কেন্দ্রে আরাবল্লী পর্বত?

অরাবল্লি পাহাড়ের নতুন সংজ্ঞা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এর বিরোধিতায় রাজস্থান, হরিয়ানা ও দিল্লিতে বিক্ষোভ। পরিবেশবিদদের আশঙ্কা—এই সিদ্ধান্তে খনন ও নির্মাণের পথ খুলে যেতে পারে।