কেরলে বর্ষা ঢুকে পড়ল ৮ দিন আগেই। শনিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের খবর নিশ্চিত করেছে মৌসম ভবন। সাধারণত ১ জুন বর্ষা কেরলে প্রবেশ করে। কিন্তু এ বছর তার আগেই ২৫ মে বর্ষা ঢুকে পড়েছে। গত ১৬ বছরে এত আগে দেশে বর্ষার আগমন হয়নি।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, শেষ বার এত আগে কেরলে বর্ষা এসেছিল ২০০৯ সালে, ২৩ মে। এ বছর তার থেকে মাত্র এক দিন দেরিতে এল। ২০২৪ সালেও বর্ষা কিছুটা আগেই এসেছিল—৩০ মে।
২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে বর্ষার প্রবেশের তারিখ ছিল: ৩১ মে, ২৯ মে, ৫ জুন, ১ জুন, ৬ জুন, ৫ জুন, ৮ জুন, ৩০ মে, ২৯ মে, ৮ জুন, ১ জুন, ৩ জুন, ২৯ মে এবং ৮ জুন।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, কেরলে বর্ষা আগেভাগে এলেও পশ্চিমবঙ্গে তার কোনও সরাসরি প্রভাব পড়বে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলায় বর্ষা প্রবেশের নির্ধারিত সময় ১০ জুন। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাও ভিজতে পারে।
ইতিমধ্যে কর্নাটকের দক্ষিণ অংশ, গোয়া ও কেরলে শনিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ২৯ মে পর্যন্ত কেরল ও কর্নাটক উপকূলে ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও।
উল্লেখ্য, কেরলে সবচেয়ে আগে বর্ষা ঢুকেছিল ১৯১৮ সালে—১১ মে। আর সবচেয়ে দেরিতে ঢুকেছিল ১৯৭২ সালে—১৮ জুন।