দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টির দাপট বাড়ছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। এই বৃষ্টির ধারা বর্ষার পূর্বাভাসের অনুকূল পরিবেশ তৈরি করেছে। তাই মনে করা হচ্ছে, ৩১ মে’র মধ্যেই বর্ষার আনুষ্ঠানিক আগমন ঘোষণা করে দিতে পারে মৌসম ভবন।
তবে এখানেই খাঁটি বর্ষা নয়। ১ জুন থেকেই দক্ষিণবঙ্গে বড়সড় বিরতির ইঙ্গিত মিলছে। আবহাওয়া দফতরের মডেল বলছে, জুনের প্রথম সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। এমনকি দ্বিতীয় সপ্তাহেও দক্ষিণবঙ্গের আকাশ শুকনো থাকতে পারে। ফলে প্রাথমিক বর্ষার স্বস্তি মিললেও, গ্রীষ্মের তাপদাহ আবার ফিরে আসতে পারে জুনের শুরুতেই।
সাধারণত, দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে ১২ জুন নাগাদ। এবারে ৩১ মে’র মধ্যেই বর্ষার আনুষ্ঠানিক ঘোষণা হলেও, প্রকৃত অর্থে বর্ষার বৃষ্টিপাত শুরু হতে পারে ১২ থেকে ১৫ জুনের মধ্যে।
তাই আগামী কয়েকদিন ছাতা-বর্ষাতি সঙ্গে রাখতে হলেও, জুনের শুরুতে ফের গরমে কাহিল হওয়ার প্রস্তুতি থাকাই বুদ্ধিমানের কাজ।