Homeখবররাজ্যঅডিটে আর দেরি নয়! স্মার্ট পঞ্চায়েত পোর্টাল চালু করে স্বচ্ছতা বাড়াতে উদ্যোগ...

অডিটে আর দেরি নয়! স্মার্ট পঞ্চায়েত পোর্টাল চালু করে স্বচ্ছতা বাড়াতে উদ্যোগ রাজ্যের

প্রকাশিত

অডিট হয়নি ঠিকমতো—এই অজুহাত তুলে মাঝে মধ্যেই রাজ্যের প্রাপ্য আটকে দেওয়ার হুমকি দেয় কেন্দ্র। সেই পরিস্থিতির বদল ঘটাতে এবার বড়সড় ডিজিটাল পদক্ষেপ করল রাজ্য সরকার। চালু হল নিজস্ব অডিট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে অডিটের কাজ হবে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে।

এই নয়া ব্যবস্থার মাধ্যমে প্রতিটি পঞ্চায়েতের হিসেব নিকেশ সংক্রান্ত নথি সংরক্ষিত থাকবে একটি কেন্দ্রীয় পোর্টালে। ‘অডিট অনলাইন’ পোর্টালের মাধ্যমে এখন থেকে এগজামিনার অব লোকাল অ্যাকাউন্টস (ELA)-রা যে কোনও সময়, যে কোনও স্থান থেকে অডিট সংক্রান্ত নথি সংগ্রহ এবং মূল্যায়ন করতে পারবেন। প্রশাসনিক মহলের মতে, পুরনো গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়ার সমস্যা দূর হবে এই ব্যবস্থায়।

এছাড়া, পঞ্চায়েত প্রতিনিধিদের আর সদর দপ্তরে গিয়ে লাইনে দাঁড়িয়ে অডিটের নথি জমা দিতে হবে না। বরং, নির্ধারিত সময়ে SMS করে পঞ্চায়েতগুলিকে জানিয়ে দেওয়া হবে কোন নথি কখন জমা দিতে হবে। সবটাই চলবে অনলাইন পোর্টালের মাধ্যমে।

এই উদ্যোগের আওতায় অডিটের অগ্রগতি রিয়েল টাইমে মনিটরিং করা যাবে বিভাগীয় সদর দপ্তর, ELA’র অফিস এবং জেলার সদর দপ্তর থেকে। ফলে সময় মতো অডিটের কাজ শেষ করাও হবে অনেক সহজ।

নিরাপত্তার ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ নজর। ওটিপি ছাড়া কোনও আধিকারিক পোর্টালে লগইন করতে পারবেন না। প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP)

পঞ্চায়েত দফতর সূত্রে খবর, এই ডিজিটাল অডিট ব্যবস্থার দায়িত্বে রয়েছে বেঙ্গল এজি (Accountant General)। মূলত তাদের কাজের সুবিধার জন্যই ‘স্মার্ট পঞ্চায়েত’ প্রকল্পের অধীনে তৈরি হয়েছে এই পোর্টাল।

রাজ্যের এক আধিকারিক বলেন, “আগে পঞ্চায়েত সদস্যদের হাতে নথি নিয়ে সদর দপ্তরে গিয়ে দিনভর অপেক্ষা করতে হতো। সেই সমস্যা এবার মিটবে।”

এই ব্যবস্থায় রাজ্য সরকারের লক্ষ্য, কেন্দ্রের অজুহাত বন্ধ করে পঞ্চায়েত স্তরে স্বচ্ছতা ও গতি আরও বাড়ানো। একই সঙ্গে, ভবিষ্যতে কোনও প্রকার অডিট-সংক্রান্ত অভিযোগ যাতে না ওঠে, তা নিশ্চিত করাও।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।