Homeবিনোদনপ্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রকাশিত

প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মুম্বইয়ের মাধ এলাকার নিজ বাসভবনেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

পরিচালকের মৃত্যু সংবাদটি প্রথমে সামনে আনেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, সকালেই আচমকা অসুস্থ বোধ করেন পার্থ। তখনই বলেন, একটু খোলা হাওয়ায় হাঁটতে চান। বাড়ির বাগানে হাঁটার সময়ই বুকে অস্বস্তি শুরু হয়। তড়িঘড়ি প্রথমে এক হাসপাতালে এবং পরে আর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান বর্ষীয়ান পরিচালক।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দম্পতি নিঃসন্তান। স্বামীর আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী।

নব্বইয়ের দশকে বলিউডে একের পর এক ছবির পরিচালনায় নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন পার্থ ঘোষ। তাঁর পরিচালিত ১৯৯৬ সালের ছবি ‘অগ্নিসাক্ষী’ মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ এবং নানা পটেকরের অভিনয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। কেবল বাণিজ্যিকভাবে নয়, এই ছবি হিন্দি চলচ্চিত্রে একটি তাৎপর্যপূর্ণ অবস্থান তৈরি করেছিল।

পরের বছর, ১৯৯৭-এ মুক্তি পায় ‘গুলাম এ মুস্তাফা’, যেখানে ছিলেন রবীনা টন্ডন ও নানা পটেকর। এটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সফল হয়েছিল। এ ছাড়াও তাঁর ‘হান্ড্রেড ডেজ়’ ছবিটিও বিশেষভাবে উল্লেখযোগ্য, যা থ্রিলার ঘরানার মধ্যে আলাদা জায়গা করে নিয়েছিল।

ছবির পাশাপাশি পার্থ ঘোষ হিন্দি এবং বাংলা টেলিভিশনেও কাজ করেছেন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম তাঁর পরিচালনায় হিন্দি সিনেমায় পা রাখেন ১৯৯৪ সালের ‘তিসরা কৌন’ ছবির মাধ্যমে।

সম্প্রতি জানা গিয়েছিল, তিনি তাঁর জনপ্রিয় ছবি ‘অগ্নিসাক্ষী’ ও ‘হান্ড্রেড ডেজ়’-এর সিকুয়েল তৈরি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা আর বাস্তবায়িত হল না।

ঋতুপর্ণা জানান, “পার্থদা অত্যন্ত শান্ত ও বিনয়ী মানুষ ছিলেন। এত সাফল্যের পরেও প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তিনি সত্যিই এক মাটির মানুষ ছিলেন।”

চলচ্চিত্র দুনিয়া এক নির্ভরযোগ্য, সৃজনশীল এবং প্রতিভাবান পরিচালকের চলে যাওয়ায় শোকাহত।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...