Homeখবরদেশঅসমে ৩৩০ জন অবৈধ অভিবাসী ফেরত, এনআরসি নিয়ে নতুন করে কড়া অবস্থানে...

অসমে ৩৩০ জন অবৈধ অভিবাসী ফেরত, এনআরসি নিয়ে নতুন করে কড়া অবস্থানে হিমন্ত

প্রকাশিত

অরূপ চক্রবর্তী

অসমে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই ৩৩০ জন অবৈধ অভিবাসীকে রাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে বলে সোমবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই পদক্ষেপ ‘ইমিগ্র্যান্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট, ১৯৫০’ অনুযায়ী এবং ২০২৪ সালে নাগরিকত্ব আইন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই রায়ের পর ফরেনার্স ট্রাইব্যুনালের মধ্যস্থতা ছাড়াই জেলা শাসকরা বিদেশি সন্দেহভাজনদের সরাসরি চিহ্নিত করে ফেরত পাঠানোর ক্ষমতা পেয়েছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ১৯৫০ সালের এক্সপালশন অ্যাক্ট এখনও কার্যকর এবং বৈধ।

প্রতিক্রিয়া ও প্রশ্নের উত্তর:
বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া প্রশ্ন তোলেন, ফেরত পাঠানো ওই অভিবাসীদের কেউ আবার ফিরে এসেছে কি না। মুখ্যমন্ত্রীর জবাব, “একটিও ফিরে আসেনি। কিছু ক্ষেত্রে হাইকোর্টে মামলা থাকলেও আমরা কূটনৈতিক প্রক্রিয়ায় নিশ্চিত হয়েছি, কেউ ফিরে আসেনি।”

এনআরসি নিয়ে উদ্বেগ ও দাবি:
চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়েও মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, এনআরসি তালিকায় প্রতারণামূলক নিবন্ধন ও নামের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

তিনি কেন্দ্র ও সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন, সীমান্তবর্তী জেলাগুলিতে ২০% এবং অন্যান্য জেলাগুলিতে ১০% নমুনা পুনঃযাচাইয়ের অনুমতি দেওয়া হোক।

শর্মা জানান, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)-ও এনআরসি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে।

ফরেনার্স ট্রাইব্যুনাল ও এনআরসি সংযোগ:
তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফরেনার্স ট্রাইব্যুনাল কারও বিদেশি ঘোষণা করলে এনআরসি-তে নাম থাকা সত্ত্বেও তা বদলায় না। অতএব, এনআরসি-তে নাম থাকা মানেই ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত নয়।

সরাসরি ফেরত পাঠানোর সুযোগ:
মুখ্যমন্ত্রীর কথায়, “ডেপুটি কমিশনার কাউকে বিদেশি মনে করলে ফরেনার্স ট্রাইব্যুনালে না গিয়েও তাঁকে ফেরত পাঠানো সম্ভব।”

এই অবস্থানে রাজ্য সরকারের উদ্দেশ্য একটাই—জনগণের মধ্যে বিশ্বাস ফেরানো ও প্রকৃত ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...