Homeশিক্ষা ও কেরিয়ারদ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ, নিয়ম বদলের ভাবনা সংসদের

দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ, নিয়ম বদলের ভাবনা সংসদের

প্রকাশিত

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য পড়ুয়াদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিবর্তনের লক্ষ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা এবং তাদের একাডেমিক বছর নষ্ট হওয়া থেকে বাঁচানো। তবে, এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের বছর যাতে নষ্ট না হয়, সেজন্য আমরা এই ধরনের ব্যবস্থা নিয়ে ভাবছি। তবে এটি এখনও আলোচনা সাপেক্ষ, চূড়ান্ত কিছু ঠিক হয়নি।”

বর্তমান নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য হলে পড়ুয়ারা দ্বিতীয় সেমেস্টারে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারেন। কিন্তু দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলে এই সুযোগ নেই। নতুন প্রস্তাব চালু হলে, দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য পড়ুয়ারাও শুধুমাত্র সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া, ভাষাভিত্তিক বিষয়ে অকৃতকার্য হলে বর্তমানে সমস্ত বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়। নতুন নিয়মে শুধুমাত্র অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিলেই চলবে।

দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “পড়ুয়াদের স্বার্থে এই ব্যবস্থা খুবই উপকারী হবে। তবে শিক্ষা সংসদ যদি পরীক্ষার সময়সূচির দিকে নজর দেয়, তাহলে পড়ুয়ারা দ্রুত তৃতীয় সেমেস্টারের প্রস্তুতি নিতে পারবে।”

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে, যার ফলে পাঠ্যক্রমেও ব্যাপক পরিবর্তন এসেছে। এই নতুন প্রস্তাব পড়ুয়াদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।