Homeখবরদেশগুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

প্রকাশিত

গুজরাতের অহমদাবাদ শহরের মেঘানিনগরে আজ দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। অহমদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান এআই১৭১ ভেঙে পড়ল লোকালয়ের মধ্যে। দুর্ঘটনার পর আগুন ধরে যায় বিমানটিতে।

বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে উড্ডয়ন করেছিল। তবে উড়ানের কিছু সময়ের মধ্যেই সেটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি উচ্চতায় পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে লোকালয়ের উপর আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে মোট ২৪২ জন ছিলেন— যার মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট। অন্যদিকে, রয়টার্সের তথ্য অনুযায়ী বিমানে ১৩৩ জন ছিলেন বলে দাবি করা হয়েছে। এই সংখ্যাগত ভিন্নতা নিয়ে বিভ্রান্তি থাকলেও বিপদের গভীরতা যে বিশাল, তা নিশ্চিত।

দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) নিশ্চিত করেছে, বিমানের দুই পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং বিমানবাহিনীর বিশেষজ্ঞ দল।

অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানান, “বিমানটি কোন মডেলের, তা এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। উদ্ধারকাজই এখন প্রাথমিক গুরুত্ব।” দুর্ঘটনাস্থলের চারপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে উদ্ধারকাজে কোনও বিঘ্ন না ঘটে।

গুরুত্বপূর্ণ এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে কথা বলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলের সঙ্গে। অমিত শাহ আশ্বাস দিয়েছেন, কেন্দ্রের তরফে প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা করা হবে। মুখ্যমন্ত্রী নিজে একটি পোস্টে লেখেন, “এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় আমি শোকাহত। দ্রুত উদ্ধার ও আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছি। গ্রিন করিডর করে হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বহু রাজ্যের মুখ্যমন্ত্রী ও নেতা-নেত্রীরা ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন। গুজরাতের উদ্দেশে রওনা দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু।

ঘটনাস্থল ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাত পর্যন্ত উদ্ধারকাজ চলবে বলেই মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।