Homeখবররাজ্য১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

প্রকাশিত

বৃষ্টির জন্য এতদিন চাতকপাখির মতো অপেক্ষায় ছিল রাজ্যবাসী। অবশেষে মিলতে চলেছে স্বস্তি। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ জুন (রবিবার) থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইতিমধ্যেই মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের একাংশে প্রবেশ করেছে। এবার তার সক্রিয়তার জেরে রাজ্যের দুই বঙ্গেই শুরু হবে বর্ষার দাপট।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ১৬ থেকে ১৮ জুনের মধ্যে একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা। নদীর জলস্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনকে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি ও তাপমাত্রা পতনের সম্ভাবনা

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ১৬ তারিখ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টির জেরে কয়েক দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ৩–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

চাষিদের জন্য বার্তা
আবহাওয়াবিদেরা চাষিদের উদ্দেশে জানিয়েছেন, এখনই নতুন বীজ বপন বা রোপণ না করাই ভালো। ভারী বৃষ্টির জেরে মাটি নরম হয়ে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, ফলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বরং বৃষ্টি কমার পর চাষের কাজ শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবহণ ও প্রশাসনিক সতর্কতা

অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকায় সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রয়োজন পড়লে স্থানীয় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দীর্ঘ খরার পর বর্ষা রাজ্যে স্বস্তি আনলেও, তার সঙ্গে রয়েছে কিছু বিপদের সম্ভাবনাও। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের বার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।