দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের প্রাক মুহূর্তে প্রকৃতি যেন নিজের উপস্থিতি জানান দিচ্ছে। ঘূর্ণাবর্তের হাত ধরে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা, যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি। তবে বৃষ্টির ধরন এবং আবহাওয়ার পরিবর্তন থেকে স্পষ্ট, এবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সময় এসে গিয়েছে।
কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে আগামী দু’-তিন দিন রেনি ডে সুলভ পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু সময় জোরালো বৃষ্টি হতে পারে শহরে। ইতিমধ্যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, দিনের তাপমাত্রাও অনেকটা কমেছে।
অন্য দিকে, উপকূলীয় জেলাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় মাঝরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
তবে শুধু উপকূল নয়, পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতেও বর্ষার প্রভাব প্রবল হতে চলেছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে আগামী দিনে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে নদী ও খালবিল গুলিতে দীর্ঘদিনের শুষ্কতা কাটিয়ে ফের জলের প্রবাহ দেখা যেতে পারে। মরশুমের প্রথম জোরালো বৃষ্টির হাত ধরে প্রাণ ফিরে পেতে পারে একাধিক নদী।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি কৃষিকাজের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই শহরাঞ্চলে জল জমা এবং ট্রাফিক সমস্যাও তৈরি করতে পারে। তাই আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন।