Homeখেলাধুলোক্রিকেটরোহিত-কোহলির শিক্ষা-পরামর্শ কাজে লাগিয়ে সিরিজ জেতার ব্যাপারে নিশ্চিত শুভমন

রোহিত-কোহলির শিক্ষা-পরামর্শ কাজে লাগিয়ে সিরিজ জেতার ব্যাপারে নিশ্চিত শুভমন

প্রকাশিত

লিড্স‌ (ইংল্যান্ড): রোহিত শর্মা ও বিরাট কোহলির শিক্ষা ও পরামর্শ কাজে লাগাবেন তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের পরিকল্পনা তৈরি। জয় দিয়ে সিরিজ শুরু করতে চান তাঁরা। প্রথম টেস্টের আগের দিন বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক শুভমন গিল।

শুভমন বলেন, “আইপিএলের সময় দু’জনের সঙ্গে কথা হয়েছে। ওরা ওদের ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা আমাকে বলেছে। এখানে কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হয় সেটা জানিয়েছে। ওদের শিক্ষা এখানে কাজে লাগাতে চাই।”  

সাংবাদিক বৈঠকে স্বভাবতই রোহিত এবং কোহলির না-থাকা নিয়ে যে প্রশ্ন আসবে, সে সম্পর্কে কোনো সংশয় ছিল না শুভমনের। তাই এ বিষয়ে প্রশ্ন আসতেই জবাব দিতে বিন্দুমাত্র ভাবতে হয়নি গিলকে। তিনি বলেন, রোহিত এবং কোহলির না-থাকা নিয়ে তাঁরা চিন্তিত নন। বরং উল্টে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার দলে না-থাকায় তাঁদের জেতার জিদ আরও বেশি থাকবে।

শুভমন স্পষ্ট জানিয়ে দেন, রোহিত-কোহলি না-থাকলেও তাঁদের জিততে সমস্যা হবে না। শুভমন বলেন, “গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ় খেলেছিলাম সেটা আমার খেলা অন্যতম সেরা সিরিজ়। সেখানেও আমাদের প্রথম একাদশের অনেক ক্রিকেটার ছিল না। কিন্তু তার পরেও ইংল্যান্ডকে ৪-১ ফলে হারিয়েছিলাম। গত বারের ফল এ বারও করে দেখাতে চাই। রোহিত, কোহলিকে ছাড়াই আমরা জিতব।”

ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩৭তম অধিনায়ক এবং পঞ্চম কনিষ্ঠতম অধিনায়ক শুভমন গিল। শুভমন গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দল নামবে বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে তাঁর কেমন লাগছে জানতে চাওয়া হলে শুভমন বলেন, “এর থেকে বড় সম্মান একজন ক্রিকেটার আর কী পেতে পারে। টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ক’জন পায়। আমি খুব উত্তেজিত। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তার মান রাখতে চাই।”

হেডিংলে স্টেডিয়াম। ছবি ‘X’ থেকে নেওয়া।

কেমন থাকবে আবহাওয়া

লিড্‌সের হেডিংলে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। এই ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? ইংল্যান্ডের আবহাওয়া সবসময়েই খামখেয়ালি। পূর্বাভাস দেওয়া খুব মুশকিল। কখন যে রোদ উঠবে আবার কখন যে বৃষ্টি নামবে তা স্পষ্ট করে আগাম জানানো সম্ভব হয় না। তবে যতটুকু আন্দাজ করা গিয়েছে, তাতে মনে হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হবে। তবে ম্যাচে তেমন ব্যাঘাত সৃষ্টি করবে না।

আবহাওয়া সংক্রান্ত একটি ওয়েবসাইটের পূর্বাভাস অনুযায়ী খেলার প্রথম দিন অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। সে দিন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ বেশ গরম পড়তে পারে। দ্বিতীয় দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তবে আকাশ মেঘলা থাকবে। ফলে হালকা হলেও বৃষ্টি হতে পারে। রবিবার প্রায় গোটা দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। মাঝে মাঝেই বৃষ্টি হতে পারে, তবে তা বিঘ্ন ঘটাবে না বলেই মনে হয়। চতুর্থ দিন তাপমাত্রা কমবে। পঞ্চম দিনেও তাপমাত্রা কমের দিকেই থাকবে। সে দিনও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হেডিংলের রেকর্ড

হেডিংলে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে জিতেছে দুটি টেস্ট। একটি ড্র হয়েছে এবং চারটি হেরেছে। ১৯৮৬ সালে কপিল দেব এবং ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে জিতেছিল ভারত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...