Homeখবরদেশঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

প্রকাশিত

ঝাড়খণ্ডে টানা ভারী বর্ষণের ফলে সুবর্ণরেখা নদীর জলধারণ ক্ষমতা ছাড়িয়ে গিয়ে হঠাৎ করে দেখা দিল হড়পা বান। এর ভয়াবহ প্রভাব পড়েছে পাশের রাজ্য ওড়িশার বালেশ্বর জেলায়। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই জেলার অন্তত ৫০ হাজার মানুষ এই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন

সুবর্ণরেখা নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় শনিবার বাংলা-ওড়িশা সীমান্ত এলাকায় হঠাৎ করে নদীর জল প্লাবিত হতে থাকে। প্রথমে নিচু এলাকাগুলিতে জল ঢোকে, তার পর একে একে উঁচু এলাকাগুলিও চলে যায় জলের তলায়। নদীর জলবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি এবং দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর জলাধার ও বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়াকে।

বালেশ্বর জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭টি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভোগরাই, বালিয়াপাল ও বস্তা

জেলাশাসক সূর্যবংশী ময়ূর বিকাশ জানান, “নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও কয়েকটি জায়গায় উদ্ধারকাজ শুরু হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও শুকনো খাবার মজুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বর্তমানে ওই অঞ্চলে স্কুল বন্ধ রাখা হয়েছে এবং নদীর পাড়বর্তী গ্রামগুলিতে নজরদারি চালানো হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।