দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ। দক্ষিণ শহরতলি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি দ্রুত তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নির্যাতিতা এবং তাঁর বাবা-মায়ের গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট আদালতের কাছে অনুমতি চেয়েছে তদন্তকারী দল।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি কলেজের জেনারেল বডির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী।
ব্রাত্য বসু বলেন, ‘‘কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।’’
উল্লেখ্য, এই ঘটনার পর থেকেই কলেজে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত তিনজন ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।