Homeশিক্ষা ও কেরিয়ারকলেজে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগ রাজ্যের, নিয়োগবিধি তৈরি করে পাঠানো হল...

কলেজে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগ রাজ্যের, নিয়োগবিধি তৈরি করে পাঠানো হল আইন দফতরে

প্রকাশিত

সরকারি কলেজে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এতদিন আলাদা আলাদা কলেজের মাধ্যমে স্থায়ী কর্মী নিয়োগের পদ্ধতির বদলে, এবার কেন্দ্রীয় ভাবে কলেজ সার্ভিস কমিশনের (CSC) মাধ্যমে নিয়োগ হবে শিক্ষাকর্মীদের। সেই লক্ষ্যে তৈরি হয়েছে নিয়োগবিধির খসড়া। সূত্রের খবর, ইতিমধ্যেই তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাজ্যের আইন দফতরে।

২০২২ সালে বিধানসভায় পাশ হওয়া একটি আইন অনুযায়ী কলেজ সার্ভিস কমিশনের অধীনে এই নিয়োগ সম্ভব হলেও এতদিন তা কার্যকর হয়নি। তবে এবার বিষয়টি অনেকটাই এগিয়ে গেল। আইন দফতর থেকে ছাড়পত্র মিললে খসড়া যাবে অর্থ দফতরে। সেখানে অনুমোদনের পরে নিয়োগবিধিটি উচ্চশিক্ষা দফতরে ফিরে আসবে এবং চূড়ান্ত পর্যায়ে তা কলেজ সার্ভিস কমিশনে পাঠানো হবে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য।

এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যের সরকারি কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগ হবে CSC-এর তত্ত্বাবধানে। আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবির কথায়, “এই প্রক্রিয়া কার্যকর হলে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আসবে, এমনটাই আমরা আশা করি।”

তথ্য অনুযায়ী, বর্তমানে শিক্ষা দফতরের নির্ধারিত পদের ভিত্তিতে কলেজগুলি নিজেরা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। তবে ২০২২-এর আইন অনুযায়ী, ভবিষ্যতে স্থায়ী পদে নিয়োগ আর আলাদা করে কলেজ করবে না, সেই দায়িত্ব নেবে কলেজ সার্ভিস কমিশন।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি আইনি কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক অস্থায়ী কর্মীর রাজনৈতিক যোগাযোগ নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই প্রেক্ষাপটেও কেন্দ্রীয় ভাবে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে।

কমিশনের এক শীর্ষ কর্তা জানান, “নিয়োগবিধি হাতে এলেই কমিশনের তরফে শূন্যপদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কলেজগুলিকে জানানো হবে। এরপর কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ল, ৭ জুলাই পর্যন্ত বন্ধ বাংলার শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইডেনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ভারত: বাভুমার লড়াই, হারমারের জাদুতে ১২৪ রানও তুলতে পারল না গম্ভীরের দল

ইডেন গার্ডেন্সে চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রান তাড়াতে নেমে ভেঙে পড়ল ভারত। টেম্বা বাভুমার লড়াই এবং সাইমন হারমারের স্পিনে ব্যর্থ হল রাহুল-পন্থরা। সিরিজ় জয়ের সুযোগ শেষ।

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

রবিবারও ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু: চলছে কেব্‌ল পরিবর্তন ও বড়সড় সংস্কারকাজ, কবে শেষ হবে?

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর কাজ চলছে। ইতিমধ্যেই ১৬টি হোল্ডিং কেব্‌ল মেরামত হয়েছে। পুলিশ জানিয়েছে বিকল্প রুট।

দাদরি গণহত্যার দশ বছর পরে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে উদ্যোগী যোগী আদিত্যনাথের সরকার

খবর অনলাইন ডেস্ক: এক দশক আগের ঘটনা। উত্তরপ্রদেশের দাদরিতে গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন মহম্মদ আখলাক।...

আরও পড়ুন

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।