Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: বুমরাহ আসছেন, দলে আরও কিছু রদবদল হতে পারে

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: বুমরাহ আসছেন, দলে আরও কিছু রদবদল হতে পারে

প্রকাশিত

লর্ডস (লন্ডন): আর কিছুক্ষণ পরেই লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। লিডসে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর এজবাস্টনে ইংল্যান্ডকে দারুণ ভাবে জিতে সিরিজে সমতা ফেরায় শুভমন গিলেরা। সুতরাং দুটি দেশের কাছে লর্ডস টেস্টের গুরুত্ব অনেক বেড়ে গেছে। দুটি দলই আপ্রাণ চেষ্টা করবে এই টেস্ট জিতে এগিয়ে থাকার।

এমনিতেই লর্ডসের মাঠে জোরে বোলাররা অনেক বেশি সাহায্য পান। অতীতের পরিসংখ্যান অন্তত তা-ই বলে। তার ওপর, ছবি থেকে দেখা যাচ্ছে, এই মাঠ সবুজ ঘাসে আচ্ছাদিত। সুতরাং ভারত তাদের পেস আক্রমণ যে আরও শক্তিশালী করবে তা নির্দ্বিধায় বলা যায়। ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টের মধ্যে তিনটি টেস্ট খেলার কথা জসপ্রীত বুমরাহর। বুমরাহকে ইতিমধ্যে এজবাস্টন টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। সুতরাং লর্ডস টেস্টে বুমরাহ যে দলে ফিরছেন তা নিঃসন্দেহে বলা যায়।

কিন্তু প্রশ্ন হল, বুমরাহ দলে এলে বসানো হবে কাকে? ক্রিকেটবোদ্ধারা মনে করেন কোপ পড়বে প্রসিদ্ধ কৃষ্ণের উপরে। কৃষ্ণ গত দুটি টেস্টে মোট ৫ উইকেট দখল করেন। কিন্তু তার পরিবর্তে রান দেন প্রচুর। সেই কারণেই তাঁকে যে এবার বসানো হবে তা নিশ্চিত।

এর সঙ্গে ভারতের দলে আরও বদল হতে পারে। যে আশা নিয়ে করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডিকে দলে নেওয়া হয়েছিল, সেই আশা পূরণ করতে পারেননি তাঁরা। সুতরাং তাঁদের একজনের উপর কোপ পড়তে পারে বলে ক্রিকেটবোদ্ধারা মনে করছেন। তবে বদলে কে বা কারা দলে আসবেন, তা এখনও পরিষ্কার নয়।

আবহাওয়া কেমন যাবে

লিডস এবং এজবাস্টন, দুটি টেস্টেই আবহাওয়া খুব ভুগিয়েছে। মাঝেমাঝেই বৃষ্টি হয়েছে। ম্যাচের সময় নষ্ট হয়েছে, যদিও তাতে খেলায় হারজিতের ফয়সালা হতে অসুবিধা হয়নি। তবে লর্ডসে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। প্রতিদিনই আকাশ পরিষ্কার থাকবে। ফলে টেস্টের পাঁচদিনেই আবহাওয়া জনিত কোনো ব্যাঘাত হওয়ার সম্ভাবনা নেই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।