Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের আর্জি     

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বেন স্টোকসদের পরিকল্পনায় রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাওস্কর। লর্ডস টেস্টে যে ভাবে ঋষভ পন্থকে বল করছেন ইংল্যান্ডের বোলাররা, তাতেই চটেছেন গাওস্কর। আইসিসি-র কাছে ক্রিকেটের নিয়ম বদলের আর্জি জানালেন তিনি।

লর্ডস টেস্টের প্রথম দিনে জসপ্রীত বুমরাহের একটা বল ধরতে গিয়ে আঙুলে চোট পান ঋষভ। চোট এতটাই ছিল যে, ইনিংসের বাকি সময়টা আর খেলতে পারেননি তিনি। তিনি বিশ্রামে চলে যান। তাঁর পরিবর্তে উইকেটরক্ষা করতে নামেন ধ্রুব জুরেল। কিন্তু ক্রিকেটের নিয়ম অনুসারে পরিবর্ত উইকেটকিপার ব্যাট করতে পারেন না। তাই ভারতের ইনিংসের সময় ঋষভই ব্যাট করতে নামেন, তাঁর জায়গা পাঁচ নম্বরেই।

ঋষভ ব্যাট করতে নামার পর থেকেই ইংল্যান্ডের বোলাররা তাঁকে শর্ট লেংথে বল করতে শুরু করেন। লেগ সাইডে ফিল্ডার রেখে ক্রমাগত তাঁর শরীর লক্ষ্য করে বল করা হচ্ছিল। পন্থ ভালোভাবেই ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করেন। কিন্তু বেশ কয়েকটা বল তাঁর জখম আঙুলে লাগে। তিনি যে যন্ত্রণা পাচ্ছেন তা বোঝা যাচ্ছিল।

ধারাভাষ্য দেওয়ার সময় গাওস্কর জানান, ইংল্যান্ড এ দিন ৫৬ শতাংশ বল শর্ট লেংথে করেছে। লেগ সাইডে বাউন্ডারিতে চার জনকে রেখে ক্রমাগত বাউন্সার করেছে। তাঁর কথায়, “আমার মতে, এটা ক্রিকেট নয়। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারেরা যখন ক্রমাগত বাউন্সার করত তখন ওদের আটকাতে ওভারে দুটো বাউন্সারের নিয়ম করা হয়েছিল। তা হলে এখন কেন হবে না?” গাওস্কর বলেন, লেগ সাইডে সাত জন ফিল্ডার রেখে ক্রমাগত বাউন্সার করা হয়েছে। লেগ সাইডে ছ’ জনের বেশি ফিল্ডার রাখা উচিত নয়।

আইসিসি-র পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়। গাওস্কর বলেন, তিনি সৌরভের কাছে আর্জি জানাবেন নিয়ম বদলের বিষয়টা খতিয়ে দেখতে। পরের বার থেকে যাতে লেগ সাইডে যাতে সর্বাধিক ছ’ জন ফিল্ডার রাখা যেতে পারে, সেই নিয়ম করতে হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...