Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের আর্জি     

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বেন স্টোকসদের পরিকল্পনায় রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাওস্কর। লর্ডস টেস্টে যে ভাবে ঋষভ পন্থকে বল করছেন ইংল্যান্ডের বোলাররা, তাতেই চটেছেন গাওস্কর। আইসিসি-র কাছে ক্রিকেটের নিয়ম বদলের আর্জি জানালেন তিনি।

লর্ডস টেস্টের প্রথম দিনে জসপ্রীত বুমরাহের একটা বল ধরতে গিয়ে আঙুলে চোট পান ঋষভ। চোট এতটাই ছিল যে, ইনিংসের বাকি সময়টা আর খেলতে পারেননি তিনি। তিনি বিশ্রামে চলে যান। তাঁর পরিবর্তে উইকেটরক্ষা করতে নামেন ধ্রুব জুরেল। কিন্তু ক্রিকেটের নিয়ম অনুসারে পরিবর্ত উইকেটকিপার ব্যাট করতে পারেন না। তাই ভারতের ইনিংসের সময় ঋষভই ব্যাট করতে নামেন, তাঁর জায়গা পাঁচ নম্বরেই।

ঋষভ ব্যাট করতে নামার পর থেকেই ইংল্যান্ডের বোলাররা তাঁকে শর্ট লেংথে বল করতে শুরু করেন। লেগ সাইডে ফিল্ডার রেখে ক্রমাগত তাঁর শরীর লক্ষ্য করে বল করা হচ্ছিল। পন্থ ভালোভাবেই ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করেন। কিন্তু বেশ কয়েকটা বল তাঁর জখম আঙুলে লাগে। তিনি যে যন্ত্রণা পাচ্ছেন তা বোঝা যাচ্ছিল।

ধারাভাষ্য দেওয়ার সময় গাওস্কর জানান, ইংল্যান্ড এ দিন ৫৬ শতাংশ বল শর্ট লেংথে করেছে। লেগ সাইডে বাউন্ডারিতে চার জনকে রেখে ক্রমাগত বাউন্সার করেছে। তাঁর কথায়, “আমার মতে, এটা ক্রিকেট নয়। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারেরা যখন ক্রমাগত বাউন্সার করত তখন ওদের আটকাতে ওভারে দুটো বাউন্সারের নিয়ম করা হয়েছিল। তা হলে এখন কেন হবে না?” গাওস্কর বলেন, লেগ সাইডে সাত জন ফিল্ডার রেখে ক্রমাগত বাউন্সার করা হয়েছে। লেগ সাইডে ছ’ জনের বেশি ফিল্ডার রাখা উচিত নয়।

আইসিসি-র পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়। গাওস্কর বলেন, তিনি সৌরভের কাছে আর্জি জানাবেন নিয়ম বদলের বিষয়টা খতিয়ে দেখতে। পরের বার থেকে যাতে লেগ সাইডে যাতে সর্বাধিক ছ’ জন ফিল্ডার রাখা যেতে পারে, সেই নিয়ম করতে হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...