Homeখবররাজ্যএসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের...

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

প্রকাশিত

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যে সব আবেদন দায়ের হয়েছিল, বুধবার সব আবেদন খারিজ করে দিল দুই বিচারপতির বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এসএসসির বিজ্ঞপ্তিতে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। এর ফলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর কোনো আইনি বাধা রইল না।

রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলাকারীদের হয়ে ছিলেন অনিন্দ্য মিত্র ও বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুনানির সময় এজি যুক্তি দেন, ২০১৯ সালে প্রণীত নিয়োগবিধির ভিত্তিতে এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্রক্রিয়া মেনেই নিয়োগ করতে বলেছে, এমন কোনও নির্দেশ দেয়নি।

আদালত জানায়, নিয়োগকারী সংস্থার অধিকার আছে কোন যোগ্যতামান মানা হবে, সেটি নির্ধারণ করার। কমিশনের নতুন নিয়োগবিধিতে পরীক্ষার নম্বর বিভাজন, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ, এবং বয়সসীমা নির্ধারণের বিষয়টি তাই এসএসসির এক্তিয়ারে পড়ে।

রায় ঘোষণার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজ্যের বড় জয়। আদালত রাজ্যের যুক্তিকে মান্যতা দিয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট কোথাও বলেনি ২০১৬ সালের নিয়মেই চলতে হবে। তাহলে সেই যুক্তিতে নিয়োগ বন্ধ রাখা কি যুক্তিযুক্ত ছিল?”

অন্যদিকে, মামলাকারীরা অভিযোগ করেন, নতুন বিধিতে একতরফা পরিবর্তন করা হয়েছে, যা ২০১৬ সালের চাকরিহারাদের প্রতি অবিচার। সুপ্রিম কোর্টের নির্দেশের ব্যাখ্যার দিকেই ইচ্ছাকৃতভাবে পরিবর্তন আনা হয়েছে বলে দাবি তাঁদের।

প্রসঙ্গত, ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর। সেই নির্দেশের ভিত্তিতেই ২০২৫ সালের নতুন নিয়োগবিধি অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। নতুন নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের, শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বর, ইন্টারভিউ ও অভিজ্ঞতার জন্যও বরাদ্দ থাকবে নম্বর।

বুধবার আদালতের রায়ে সেই পুরো নিয়োগ কাঠামোই এখন আইনি বৈধতা পেল।

আরও পড়ুন: বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।