Homeশিল্প-বাণিজ্যমেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

প্রকাশিত

ডাকঘরের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প যেমন মান্থলি ইনকাম স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), রেকারিং ডিপোজিট (RD), টার্ম ডিপোজিট (TD), কিষান বিকাশপত্র (KVP) এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এর ক্ষেত্রে অনেক গ্রাহক প্রকল্পের মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন টাকা তোলেন না। এর প্রেক্ষিতে গ্রাহকদের জমা আর্থিক নিরাপত্তা অর্থের আরও নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল ডাকবিভাগ।

ডাকবিভাগ জানিয়েছে, ম্যাচুরিটির তিন বছর পরও যেসব অ্যাকাউন্টে টাকা অটুট রয়েছে, সেগুলি এবার থেকে ‘ফ্রিজ’ বা নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এই কাজ বছরে দু’বার করে করা হবে—প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই হিসাব কষা হবে, আর তার ১৫ দিনের মধ্যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ, ৩১ ডিসেম্বর এবং ৩০ জুন পর্যন্ত যেসব অ্যাকাউন্টে মেয়াদ শেষ হয়েছে তিনবছর আগে, কিন্তু টাকা তোলা হয়নি—তাদের চিহ্নিত করে ফ্রিজ করা হবে।

ডাকবিভাগের কর্তাদের বক্তব্য, এতদিন পর্যন্ত এই ধরনের অ্যাকাউন্ট ‘মিউট’ থাকলেও পুরোপুরি নিষ্ক্রিয় করা হত না। কিন্তু গ্রাহকের সঞ্চয়ের সুরক্ষার জন্য এবার ‘ফ্রিজ’ করতেই হবে।

যাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, তাঁদের চিন্তার কিছু নেই। আধার, প্যান সহ প্রয়োজনীয় কোয়াইসি (KYC) ও নথি জমা দিয়ে ওই প্রকল্পের টাকা সহজেই তোলা যাবে বলে জানিয়েছে ডাকবিভাগ।

এই পদক্ষেপে একদিকে যেমন গ্রাহকের অর্থ সুরক্ষিত থাকবে, তেমনই ডাকবিভাগের পক্ষেও দীর্ঘদিনের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি পরিচালনা করা সহজ হবে বলেই মত বিশ্লেষকদের।

আরও পড়ুন: ইপিএফ (EPF) থেকে টাকা তুলবেন? বাড়িতে বসেই করুন অনলাইনে, জানুন ধাপে ধাপে প্রক্রিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।