Homeখবরবিদেশপহেলগাঁও হামলায় জড়িত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা

পহেলগাঁও হামলায় জড়িত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা

পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তইবার শ্যাডো গোষ্ঠী ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’-কে (TRF) আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল এই সংগঠন।

প্রকাশিত

পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র ছদ্ম সংগঠন দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট (TRF)-কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বিদেশ দফতর TRF-কে বিদেশি সন্ত্রাসবাদী সংস্থা বা Foreign Terrorist Organization (FTO) এবং Specially Designated Global Terrorist (SDGT) ঘোষণা করেছে।

এই ঘোষণার পর ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর একে ভারত-আমেরিকা সন্ত্রাসবিরোধী সহযোগিতার “একটি শক্তিশালী স্বীকৃতি” বলে উল্লেখ করেন। তিনি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লেখেন, “TRF, যা লস্কর-ই-তইবার ছদ্ম সংগঠন, তাকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করার জন্য মার্কো রুবিও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট-কে ধন্যবাদ। TRF-ই ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দায় নিয়েছিল। সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা। #OpSindoor”

পহেলগাঁও হামলা

২২ এপ্রিল ২০২৫, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন অসামরিক নাগরিক। ২০০৮ সালের মুম্বই হামলার পর এটিই ছিল ভারতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

মার্কিন বিদেশ দফতর জানায়, “TRF, যা লস্কর-ই-তইবার একটি ছায়া সংগঠন, পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে। এছাড়াও ২০২৪ সালে TRF ভারতীয় নিরাপত্তাবাহিনীর উপর একাধিক হামলার দায় নিয়েছে।”

TRF-কে FTO ঘোষণার ফলে সংগঠনটিকে অর্থসাহায্য, প্রশিক্ষণ, পরামর্শ, কিংবা সহায়তা করা মার্কিন আইনে অপরাধ হিসেবে গণ্য হবে।

ভারতের প্রতিক্রিয়া

ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “TRF, যা লস্কর-ই-তইবার ছদ্মবেশী সংগঠন, বহুদিন ধরেই ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত। পহেলগাঁও-র নারকীয় হামলার জন্য দায়ী সংগঠনটিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা একটি সময়োচিত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিবৃতিতে আরও বলা হয়, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমন্বিত লড়াই ও জঙ্গি পরিকাঠামো ধ্বংসে ভারত বরাবরই সহযোগিতার উপর জোর দিয়ে এসেছে। TRF-কে নিষিদ্ধ করা ভারত-আমেরিকা যৌথ সন্ত্রাসবিরোধী সহযোগিতার প্রতিফলন।”

ট্রাম্প প্রশাসনের অবস্থান

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, TRF-কে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অঙ্গীকারেরই প্রতিফলন। তারা জানায়, “এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা রক্ষায়, সন্ত্রাস দমনে এবং পহেলগাঁও হামলার বিচার নিশ্চিত করতে ট্রাম্পের বার্তার প্রতিফলন।”

আরও পড়ুন: ‘অনুপ্রবেশ নয়, রক্ষা হোক বাংলার সংস্কৃতি ও গর্ব’, ছাব্বিশে বিজেপির সুর দূর্গাপুরের মঞ্চ থেকে বেঁধে দিলেন মোদী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।