পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। শুনানির সময়ে মামলাকারীর আইনজীবী যখন মামলাটি মুলতুবি রাখার আর্জি জানান, তখন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নেতৃত্বে থাকা বিচারপতি বিআর গবই কড়া মন্তব্য করেন। তাঁর বক্তব্য, ‘‘আপনারা রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন। কোর্টকে রাজনীতির ক্ষেত্রে বানাবেন না।’’
স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। চলতি বছরের ৩ এপ্রিল দেওয়া সেই রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন। অভিযোগ, ওই মন্তব্যে বিচারপতি এবং রায় নিয়ে আপত্তিকর বক্তব্য রাখা হয়েছে, যা আদালত অবমাননার শামিল।
এই অভিযোগের ভিত্তিতেই ‘আত্মদীপ’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের ইংরেজি অনুবাদ সহ প্রাসঙ্গিক নথিপত্র আদালতে জমা দিয়েছেন। গত শনিবার সেই তথ্য সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে বলে সূত্রের খবর।
সোমবার মামলাটির শুনানিতে আইনজীবী জানান, তাঁরা এখনও অ্যাটর্নি জেনারেলের অনুমতির অপেক্ষায় রয়েছেন, তাই শুনানি মুলতুবি রাখা হোক। সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি গবই মন্তব্য করেন, ‘‘আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? কোর্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না।’’ তিনি আরও বলেন, আদালতকে রাজনৈতিক লড়াইয়ের অঙ্গ বানানো চলবে না।
এই মামলার শুনানি ফের হবে চার সপ্তাহ পরে। মামলাটি শোনেন প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ, যেখানে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়াও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘নবান্ন অভিযানে আপত্তি কোথায় থাকে?’ ২১ জুলাই সভা ঘিরে আদালতের পর্যবেক্ষণে সুর চড়ালেন মমতা