Homeখবররাজ্যরাজ্যে এনআরসি কার্যকরের দাবি, কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

রাজ্যে এনআরসি কার্যকরের দাবি, কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) চালুর দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বিচারপতির বেঞ্চ জানতে চাইল, একই বিষয়ে অন্য মামলা বিচারাধীন আছে কি না।

প্রকাশিত

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর করার দাবি উঠল এবার কলকাতা হাই কোর্টে। এ রাজ্যে এনআরসি চালুর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন পারমিতা দে নামে এক ব্যক্তি। তাঁর আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে মামলাটি পেশ করলে, কলকাতা হাই কোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে রাজ্যের কাছে জানতে চেয়েছেন, এই বিষয়ে অন্য কোনও মামলা বিচারাধীন রয়েছে কি না।

মঙ্গলবার শুনানি

আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। তখন রাজ্যকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। এনআরসি-র মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে মামলার গুরুত্ব অনেক, কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে নাগরিকত্বের প্রশ্ন, ভোটার তালিকা, প্রশাসনিক স্বচ্ছতা এবং মানবিক সুরক্ষা।

রাজনীতিতে তোলপাড়

এই মামলা দায়েরের খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। মাত্র কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমে এনআরসি প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, অসমে নাগরিকদের ‘বিদেশি’ তকমা দিয়ে বঞ্চিত করা হচ্ছে অধিকার থেকে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, “পিছনের দরজা দিয়ে বাংলায় এনআরসি চালু করার চেষ্টা করছে বিজেপি।” এই আবহে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

অসমের প্রেক্ষাপট

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ অগস্ট অসমে এনআরসি-র চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। তালিকায় দেখা যায়, ৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে ১৯ লক্ষ ৭ হাজার জনের নাম বাদ পড়েছে। তাঁদের মধ্যে বহু ভারতীয়ও রয়েছেন বলে অভিযোগ ওঠে। আধার না থাকায় তাঁরা বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা যায়।

ভবিষ্যৎ কী?

মামলাকারীর দাবি, পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই অসমের মতো এ রাজ্যেও এনআরসি চালু করা হোক। আদালত বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। তবে এখন দেখার, রাজ্যের কী অবস্থান হয় এবং পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত নেয় আদালত।

আরও পড়ুন: পাড়ায় পাড়ায় ছোট সমস্যার সমাধানে ‘বুথ ক্যাম্প’, ভোটের মুখে নতুন সরকারি কর্মসূচি মমতার

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।