Homeখবররাজ্যমমতা-কাকলিকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, দীপক ঘোষের বইয়ের উপরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বারাসত আদালতের

মমতা-কাকলিকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, দীপক ঘোষের বইয়ের উপরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বারাসত আদালতের

প্রাক্তন আইএএস ও প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের লেখা বিতর্কিত বইয়ের প্রকাশ ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল বারাসত আদালত। বইটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য রয়েছে বলে অভিযোগ।

প্রকাশিত

বারাসত আদালতের নির্দেশে নিষিদ্ধ হল প্রাক্তন তৃণমূল বিধায়ক ও আইএএস অফিসার দীপক ঘোষের লেখা বিতর্কিত বই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতার বিরুদ্ধে ‘অপমানজনক’ মন্তব্য থাকার অভিযোগে বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ এবং প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হয়েছে।

মঙ্গলবার বারাসতের ফার্স্ট সিভিল কোর্টের বিচারক বইটির উপর এই নিষেধাজ্ঞা জারি করেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে আদালত জানিয়েছে। বইটিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও সুদর্শন ঘোষ দস্তিদার সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলেন, “আমার মা ও বাবাকে নিয়ে যে ভাষায় লেখা হয়েছে, তা একেবারে মানহানিকর। আমরা আদালতের দ্বারস্থ হই। আলিপুর ও বারাসতে দুটি মামলা দায়ের করি। মঙ্গলবার বারাসত আদালত বইটির প্রকাশ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।”

তিনি আরও জানান, কেবল লেখক নন, বইটির প্রকাশক এবং পরিবেশকের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এই মামলায় উচ্চ আদালতের দারস্থও হবেন তারা।

উল্লেখ্য, দীপক ঘোষ একজন প্রাক্তন আইএএস অফিসার। অবসর গ্রহণের পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মহিষাদল থেকে বিধায়ক হন। পরবর্তীতে যাদবপুর ও মেদিনীপুর থেকে লড়াই করলেও তিনি জয়ী হননি। পরবর্তীকালে দল ও নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তিনি বইটি লেখেন।

তাঁর লেখা এই বই থেকে উদ্ধৃতি দিয়ে একাধিক বার বিরোধী নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তৃণমূলের তরফে আগে থেকেই এই বইকে ঘিরে বিরক্তি প্রকাশ করা হয়েছিল এবং মুকুল রায়ের তরফে মানহানির মামলা করা হয়েছিল। তবে সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

আরও পড়ুন: পাড়ায় পাড়ায় ছোট সমস্যার সমাধানে ‘বুথ ক্যাম্প’, ভোটের মুখে নতুন সরকারি কর্মসূচি মমতার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।