Homeখবররাজ্যমমতা-কাকলিকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, দীপক ঘোষের বইয়ের উপরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বারাসত আদালতের

মমতা-কাকলিকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, দীপক ঘোষের বইয়ের উপরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বারাসত আদালতের

প্রাক্তন আইএএস ও প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের লেখা বিতর্কিত বইয়ের প্রকাশ ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল বারাসত আদালত। বইটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য রয়েছে বলে অভিযোগ।

প্রকাশিত

বারাসত আদালতের নির্দেশে নিষিদ্ধ হল প্রাক্তন তৃণমূল বিধায়ক ও আইএএস অফিসার দীপক ঘোষের লেখা বিতর্কিত বই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতার বিরুদ্ধে ‘অপমানজনক’ মন্তব্য থাকার অভিযোগে বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ এবং প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হয়েছে।

মঙ্গলবার বারাসতের ফার্স্ট সিভিল কোর্টের বিচারক বইটির উপর এই নিষেধাজ্ঞা জারি করেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে আদালত জানিয়েছে। বইটিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও সুদর্শন ঘোষ দস্তিদার সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলেন, “আমার মা ও বাবাকে নিয়ে যে ভাষায় লেখা হয়েছে, তা একেবারে মানহানিকর। আমরা আদালতের দ্বারস্থ হই। আলিপুর ও বারাসতে দুটি মামলা দায়ের করি। মঙ্গলবার বারাসত আদালত বইটির প্রকাশ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।”

তিনি আরও জানান, কেবল লেখক নন, বইটির প্রকাশক এবং পরিবেশকের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এই মামলায় উচ্চ আদালতের দারস্থও হবেন তারা।

উল্লেখ্য, দীপক ঘোষ একজন প্রাক্তন আইএএস অফিসার। অবসর গ্রহণের পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মহিষাদল থেকে বিধায়ক হন। পরবর্তীতে যাদবপুর ও মেদিনীপুর থেকে লড়াই করলেও তিনি জয়ী হননি। পরবর্তীকালে দল ও নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তিনি বইটি লেখেন।

তাঁর লেখা এই বই থেকে উদ্ধৃতি দিয়ে একাধিক বার বিরোধী নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তৃণমূলের তরফে আগে থেকেই এই বইকে ঘিরে বিরক্তি প্রকাশ করা হয়েছিল এবং মুকুল রায়ের তরফে মানহানির মামলা করা হয়েছিল। তবে সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

আরও পড়ুন: পাড়ায় পাড়ায় ছোট সমস্যার সমাধানে ‘বুথ ক্যাম্প’, ভোটের মুখে নতুন সরকারি কর্মসূচি মমতার

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।