গত সপ্তাহের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিতে সোমবার থেকে মেরামতির কাজ শুরু করল কলকাতা পুরসভা (KMC)। এক পুরসভার আধিকারিক জানিয়েছেন, মেরামতির ফোকাস মূলত সেই সমস্ত রাস্তার উপর যেগুলি নীচের ইউটিলিটি সার্ভিস মেরামতির জন্য খোঁড়া হয়েছিল বা জল জমে গর্ত তৈরি হয়েছে। বাইপাসের কিছু অংশও এই তালিকায় রয়েছে।
প্রাথমিক পর্যায়ে মেরামতির কাজ শুরু হয়েছে সাউদার্ন অ্যাভিনিউয়ের সেইসব অংশে, যা পানীয় জলের প্রকল্পের কারণে খোঁড়া হয়েছিল। এছাড়াও মেরামতের তালিকায় রয়েছে বেহালার এমজি রোডের কিছু অংশ, হাইল্যান্ড পার্কের কাছে একাধিক রাস্তা, উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটি রাস্তাও।
আরও যে সব রাস্তা মেরামতির আওতায় আসছে সেগুলির মধ্যে রয়েছে—বেলেঘাটা মেন রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিডন স্ট্রিট, রবীন্দ্র সরণি, এমজি রোড সহ অন্যান্য এলাকা।
তবে বড় সমস্যা তৈরি হয়েছে কলকাতা পোর্ট অঞ্চলের রাস্তা নিয়ে। সেখানে রাস্তার অবস্থা বেহাল হলেও মেরামতির কাজ এখনও শুরু হয়নি। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “আমরা জানি ওখানে রাস্তার অবস্থা খুব খারাপ। কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট (KoPT) এবং পুরসভার মধ্যে এই দায়িত্ব কার, তা এখনও ঠিক হয়নি। পোর্ট যদি নিজে মেরামতি না করে, তাহলে যেন আমাদের অর্থ দেয়।”
একইরকম পরিস্থিতি বেহালার কিছু রাস্তার ক্ষেত্রেও। বেহালার যে সব রাস্তা খোঁড়া রয়েছে ড্রেনেজ প্রকল্পের (KEIIP) কারণে, সেগুলি এখনই মেরামতের আওতায় আসছে না। বাসিন্দারা বহুদিন ধরে এই রাস্তার দুরবস্থা নিয়ে অভিযোগ করছেন। কিন্তু KMC-এর বক্তব্য, “KEIIP-এর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তার মেরামতির প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়।”
বেহালার যে সমস্ত রাস্তা এখনও ভয়াবহ অবস্থায় রয়েছে, তার মধ্যে রয়েছে—মতিলাল গুপ্তা রোড, এমজি রোড, কালিপদ মুখার্জি রোড, বিরেন রায় রোড (পশ্চিম) এবং ডায়মন্ড হারবার রোডের কিছু অংশ।
এক পুরসভা আধিকারিক আরও জানিয়েছেন, ধলাই ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজ, শিয়ালদহ ব্রিজ এবং অনোয়ার শাহ রোড কানেক্টর ব্রিজেরও অবস্থা শোচনীয়। বর্ষার ধাক্কায় এই ব্রিজগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত মেরামতির প্রয়োজন।
আরও পড়ুন: জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়