যন্ত্রণায় মুখ বিকৃত, ডান পায়ে ভর দিতে পারছেন না, মাঠে শুয়ে ছটফট করছেন ঋষভ পন্থ— এই দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমীদের মন ভেঙেছে। চোট এতটাই গুরুতর যে, ছিটকে গেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে।
চতুর্থ টেস্টের ৭৮তম ওভারে ঘটে এই দুর্ঘটনা। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস একটি ইয়র্কার বল করেন। বল ব্যাটে লাগলেও গিয়ে সোজা আঘাত করে ঋষভ পন্থের ডান পায়ের গোড়ালির ঠিক নিচে। সঙ্গে সঙ্গে ব্যথায় ছটফট করতে থাকেন তিনি। ফিজিয়ো মাঠে ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, তাঁর ডান পায়ের মেটাটারসাল হাড় (বুড়ো আঙুলের হাড়) ভেঙেছে, চিকিৎসকেরা অন্তত ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
শাস্ত্রী ও পন্টিংয়ের প্রতিক্রিয়া
প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, “গাড়ি দুর্ঘটনার মতো বড় ধাক্কা কাটিয়ে আবার মাঠে ফিরেছিল। কিন্তু এবার ওর মুখ দেখে বুঝেছিলাম, ব্যথাটা খুব তীব্র। আশা করেছিলাম হাড় না ভাঙে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হল।”
প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বলেন,”পা মাটিতে ফেলতেই পারছিল না। কয়েক মিনিট ধরে মাঠে গড়াগড়ি খেয়েছে। ফোলা দেখে প্রথমেই মনে হয়েছিল মেটাটারসালের চোট। আমি জানি এর কষ্ট কতটা ভয়ানক।”
আগেও পেয়েছিলেন চোট
লর্ডসে তৃতীয় টেস্টেও চোট পেয়েছিলেন পন্থ। উইকেট কিপিংয়ের সময় হাতে বল লাগে, আঙুলে ব্যথা পেয়ে প্রথম ইনিংসে কিপ করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও চোট পুরোপুরি সারেনি। আর এই নতুন চোট তাঁর ক্রিকেটে ফেরার রাস্তা আরও কঠিন করে তুলল।
দলের জন্য বড় ধাক্কা
পন্থের ব্যাটিং কৌশল ও আক্রমণাত্মক মেজাজ টেস্ট দলে ভারসাম্য আনত। তাঁর অনুপস্থিতিতে দলের কিপিং ও মিডল অর্ডার ব্যাটিংয়ে প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কে তাঁকে রিপ্লেস করবেন, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ভারতীয় টিমের নির্ভরযোগ্য মুখ ঋষভ পন্থ ফের চোটের কবলে। এবারও মাঠে ফেরার লড়াইটা সহজ হবে না। গোটা ক্রিকেটজগৎ তাঁর দ্রুত আরোগ্য কামনায় মুখর। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে ফিরবেন তিনি সেই আগ্রাসী মেজাজে, যেটা তাঁকে সকলের প্রিয় করে তুলেছে।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ