Homeখবররাজ্যমহানায়ক স্মরণ মঞ্চে ভাষা আন্দোলনের বার্তা, ২৭ জুলাই ‘নানুর দিবস’ থেকে প্রতি...

মহানায়ক স্মরণ মঞ্চে ভাষা আন্দোলনের বার্তা, ২৭ জুলাই ‘নানুর দিবস’ থেকে প্রতি শনি ও রবিবার পথে নামার ডাক মমতার

প্রকাশিত

২৪ জুলাই, বাংলা সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন—মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস। আর সেই দিনেই, মহানায়কের স্মরণে আয়োজিত ২০২৫ সালের ‘মহানায়ক সম্মান’ প্রদান অনুষ্ঠানে ভাষা সুরক্ষার বার্তা দিয়ে ফের একবার প্রতিবাদী সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধনধান্য প্রেক্ষাগৃহের মঞ্চ থেকে সংক্ষিপ্ত বক্তৃতায় মমতা বলেন, “মহানায়ক উত্তমকুমার আমাদের সকলের প্রাণের মানুষ— আমাদের দেশের গর্ব, জাতির গর্ব, সংস্কৃতির গর্ব।” পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, ২০১২ সাল থেকে বাংলা সিনেমার শিল্পী ও কলাকুশলীদের ‘মহানায়ক’ সম্মান দিয়ে থাকে রাজ্য সরকার।

তবে স্মরণ-সভার আবেগঘন পরিবেশেই হঠাৎ কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভাষা, সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড। মাতৃভাষায় কথা বলা আমাদের অধিকার। অথচ আজ বাংলা ভাষার উপর চলছে ভাষা-সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বললেই কেউ জেলে যাচ্ছে, কাউকে দেশান্তরী হতে হচ্ছে। দরকার হলে আবার ভাষা আন্দোলন শুরু হবে।”

মমতা জানান, বাংলা ভাষা বিশ্বে পঞ্চম, এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রায় ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। তবুও এই ভাষা চর্চার জন্য হেনস্থা হতে হচ্ছে বাংলাভাষীদের।

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের শুধু বাংলা বলার জন্য গ্রেফতার, হেনস্থা কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে এর আগেও ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দাবি করেছিলেন, “বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমের ভাষা। বাংলা দেশের জাতীয় সঙ্গীতের উৎস। সেই ভাষার উপর সন্ত্রাস কেন?”

মমতা আরও বলেন, “আমি অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না। কিন্তু বাংলায় যাঁরা গান করেন, কাজ করেন, তাঁদের সম্মান দিন। বাংলা সিনেমা, বাংলা গান, বাংলা সংস্কৃতিকে গুরুত্ব দিন।”

তিনি স্মরণ করিয়ে দেন, ২৭ জুলাই ‘নানুর দিবস’ থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে পথে নামার ডাক দিয়েছেন তিনি।

আরও পড়ুন: নন্দনে উত্তমকুমার স্মরণে ‘শিল্পী সংসদ’-এর চলচ্চিত্র উৎসব

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।