নিজস্ব প্রতিনিধি: ২০২৫-এর ৩২তম এশিয়ান ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৩ বিভাগে রৌপ্যপদক জিতেছে আয়ান ধানুকা। সেই আয়ান ধানুকাকে শুক্রবার সংবর্ধিত করল দ্য ক্যালকাটা র্যাকেট ক্লাব।
দক্ষিণ কোরিয়ার গিমচেয়ন শহরে জুলাই মাসেই অনুষ্ঠিত হয় ৩২তম এশিয়ান ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। তাতে বিভিন্ন বিভাগে ভারতীয় প্রতিযোগীরা উল্লেখযোগ্য ফল করেন। তারা ওই প্রতিযোগিতায় ২টি সোনা, ২টি রুপো এবং ৩টি ব্রোঞ্জপদক জিতে নেন। এঁদের মধ্যে অন্যতম কলকাতার কিশোর আয়ান ধানুকা। বালকদের অনূর্ধ্ব-১৩ বিভাগে সে রৌপ্যপদক পায়। এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২৮-এর অলিম্পিক্স গেমস-এর আসরে স্কোয়াশ অন্তর্ভুক্ত হবে।
বিড়লা প্ল্যানেটরিয়ামের পাশেই দ্য ক্যালকাটা র্যাকেট ক্লাবে শুক্রবার ওই সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আয়ানের কোচ গৌতম দাস-সহ একাধিক বিশিষ্টজন।
ছবি: সঞ্জয় হাজরা