Homeরাজ্যবীরভূমভিনরাজ্যে 'অত্যাচারিত' পরিযায়ীদের বাংলায় ফেরার আহ্বান মমতার, তৈরি হচ্ছে বিশেষ প্রকল্প

ভিনরাজ্যে ‘অত্যাচারিত’ পরিযায়ীদের বাংলায় ফেরার আহ্বান মমতার, তৈরি হচ্ছে বিশেষ প্রকল্প

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলায় ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার। রাজ্যে ফিরলে রেশন, স্বাস্থ্যসাথী, স্কুলে ভর্তি–সব নিশ্চিত করবে সরকার।

প্রকাশিত

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বাড়তে থাকা আক্রমণের আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বোলপুরে দলীয় কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ভিনরাজ্যে থাকা বাঙালি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ ‘স্কিম’ তৈরি করে ফেলেছে তাঁর সরকার।

সোমবার বোলপুরের সভা থেকে মমতা বলেন, “বলুন, কবে আসবেন? আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। যেমন কোভিডের সময় এনেছিলাম। চলে আসুন। বাইরে থাকার দরকার নেই। যারা আপনাদের ভালোবাসে না, তাদের কাছে থাকারও প্রয়োজন নেই।” তিনি আশ্বাস দেন, যারা ফিরবেন, তাদের রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এমনকি ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করে দেবে রাজ্য সরকার।

এই ঘোষণার আগে তিনি স্মরণ করিয়ে দেন, ভিনরাজ্যে যেমন প্রায় ২২ লক্ষ বাঙালি শ্রমিক কাজ করছেন, তেমনই বাংলায়ও অন্যান্য রাজ্যের প্রায় দেড় কোটির মতো মানুষ বাস করেন। তিনি বলেন, “আমি সব ভাষাভাষীকে সম্মান করি, কিন্তু বাঙালিদের উপর বারবার আক্রমণ চলবে তা হতে পারে না।”

বোলপুরের সভা থেকে মমতা কড়া ভাষায় আক্রমণ করেন অসম ও হরিয়ানার বিজেপি পরিচালিত সরকারগুলিকে। জানান, এই রাজ্যগুলিতেই বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার বাড়ছে। একইসঙ্গে তিনি কটাক্ষ করেন নির্বাচন কমিশনকেও। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ফের সরব হয়ে বলেন, “বাংলায় নাম কেটে দেখুন, ঢোল-কাঁসর বাজিয়ে দামামা বাজবে।”

তিনি আরও বলেন, “কমিশন ডবল ইঞ্জিন সরকারের হয়ে কাজ করছে। বিহারে যখন বাড়ি বাড়ি গিয়ে ভোটার সমীক্ষা হচ্ছে, তখন বাংলার মা-বোনেরা কি আপনারা যাবেন না? হেনস্থা হতে দেব না।”

সোমবার প্রশাসনিক বৈঠকে মমতা নির্দেশ দেন, ১০০ দিনের কাজে রাজ্যে ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে। পরিযায়ীদের জন্য কাজের নিশ্চয়তা দিতে চায় রাজ্য সরকার।

এ দিন প্রশাসনিক বৈঠকের শেষে প্রায় তিন কিলোমিটার মিছিল করেন মুখ্যমন্ত্রী। মিছিলে পা মেলান আশ্রমিক থেকে দলের জেলা নেতারাও। সভায় মমতা স্পষ্ট ভাষায় বলেন, “আমার ভাষা কেড়ে নিতে দেব না। দরকার হলে জীবন দেব।” রোহিঙ্গা ইস্যুতে বিজেপির উদ্দেশে তোপ দেগে বলেন, “যাকে তাকে বাংলাদেশি, রোহিঙ্গা বলে পুশব্যাক করা হচ্ছে। অথচ এদের নথিপত্র সবই আছে। এত রোহিঙ্গা যদি থাকে, তারা কোথায়?”

বাংলা ও বাঙালির সম্মান রক্ষার ডাক দিয়ে সভা শেষ করেন মমতা। বলেন, “বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছেন, জাতীয় সঙ্গীত রচয়িতা আমাদেরই মাটি থেকে এসেছেন। বাংলা বারবার অপমানিত হলে, প্রতিবাদে পথে নামতেই হবে।”

আরও পড়ুন: দিল্লিতে শিশু-সহ বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা

বীরভূমের সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাজ্য...