Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৫: কোলাসোর জোড়া গোল, বিএসএফ-কে হারিয়ে পর পর জয় পেল...

ডুরান্ড কাপ ২০২৫: কোলাসোর জোড়া গোল, বিএসএফ-কে হারিয়ে পর পর জয় পেল মোহনবাগান  

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ৪ (মনবীর সিংহ, লিস্টন কোলাসো ২, সুহেল ভাট) বিএসএফ এফটি: ০

কলকাতা: ডুরান্ড কাপে গ্রুপ লিগে পর পর জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। লিস্টন কোলাসোর জোড়া গোল এবং মনবীর সিংহ ও সুহেল ভাটের গোলে সোমবার তারা ৪-০ গোলে হারাল বিএসএফ এফটি-কে। শুক্রবার ম্যাচের অধিকাংশ সময় ১০ জনে খেলে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারায়। গ্রুপ ‘বি’-র শীর্ষে কে থাকবে তার ফয়সালা হবে ৯ আগস্ট শনিবার। ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হবে সবুজ-মেরুন বাহিনী।   

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে

কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচের শুরুতেই রক্ষণভাগের দোষে দু’বার অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় মোহনবাগান। প্রথম মিনিটেই মোহনবাগান রক্ষণভাগের ফুটবলারদের ভুল পাসে বল পেয়ে যান বিএসএফের ফুটবলার কিশোরী। তিনি মোহনবাগানের গোল লক্ষ্য করে যে দুর্বল শট নেন তা সহজেই রুখে দেন গোলকিপার বিশাল কায়েথ। দু’মিনিট পরেই আবার সুযোগ আসে বিএসএফ-এর কাছে। দীপক টাংরির ভুলে এ বারেও বল পেয়ে যান মোহনবাগানের বক্সে থাকা কিশোরী। তাঁর শট গোলের বাইরে দিয়ে চলে যায়।  সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় বিএসএফ-এর।

শুরুর জড়তা কাটিয়ে ধীরে ধীরে আক্রমণে উঠে আসে মোহনবাগান। একাধিক বার বল নিয়ে বিএসএফের বক্সে ঢুকে যায় তারা। এ ভাবেই ম্যাচের ৮ মিনিটে বল পেয়ে যান মনবীর। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন বিএসএফ-এর গোলকিপার হরপ্রীত। মোহনবাগানের আক্রমণ ঠেকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে থাকে  

ম্যাচের একটি মুহূর্ত।

বিএসএফ-এর রক্ষণভাগ। কিন্তু ম্যাচের ২৪ মিনিটে ব্যর্থ হয় তারা। বাঁ দিক থেকে রোশন একটা ক্রস ভাসিয়ে দেন। বিএসএফ-এর বক্সে থাকা মনবীর সিংহ তাতে মাথা ছুঁইয়ে গোল করেন। এর পর বার বার আক্রমণ করতে থাকে সবুজ-মেরুন বাহিনী। কিন্তু তাদের যাবতীয় আক্রমণ ঠেকিয়ে দেয় প্রতিপক্ষ।

দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যে আরও ৩ গোল

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। তারা আক্রমণের ঝড় তোলে। আর সেই ঝড়ে কুপোকাত হয়ে যায় বিএসএফ। ম্যাচের ৫৩ থেকে ৬১ মিনিট, মাত্র ৮ মিনিটের মধ্যে আরও ৩টি গোল পেয়ে যায়। সুহেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করতে করতে লিস্টন কোলাসো পৌঁছে যান বিএসএফ-এর বক্সে। তাঁর নিচু শট জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে।

পাঁচ মিনিট পরে আবার গোল মোহনবাগানের। আবার গোল কোলাসোর। এটা ছিল তাঁর একক প্রচেষ্টা। নিজের চেষ্টায় পৌঁছে যান বিপক্ষের বক্সে। রক্ষণভাগের দু’-একজন খেলোয়াড়কে কাটিয়ে যে নিচু শট নেন তা গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়।

জয়ের পরে মোহনবাগান।

তিন গোল খেয়ে তখন হাঁসফাঁস অবস্থা বিএসএফ-এর। আর এরই সুযোগে আবার গোল করে মোহনবাগান। ম্যাচের তথা দলের চতুর্থ গোল আসে ৬১ মিনিটে। এ বার গোল করেন সুহেল ভাট। বাঁ দিক থেকে বিএসএফের বক্সে ঢুকে পড়েন সুহেল। হরপ্রীত এগিয়ে এসেছিলেন। তাঁকে কাটিয়ে গোল লক্ষ্য করে শট নেন সুহেল। শেষ মুহূর্তে গোললাইনে বল আটকে দেন বিএসএফের এক ফুটবলার। বিএসএফ জানায়, গোল হয়নি। আপত্তি তোলে মোহনবাগান। তাদের দাবি, বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। তাদের দাবি লাইন্সম্যান মেনে নেন। মোহনবাগান ৪-০ গোলে এগিয়ে যায়।

এর পর ৭৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন কোলাসো। করতে পারলে হ্যাটট্রিক হয়ে যেত তাঁর। কিন্তু নিজে চেষ্টা না করে বল বাড়িয়ে দেন সুহেলকে। কিন্তু সুহেল সেই বল ধরার আগেই বিএসএফ-এর রক্ষণভাগের খেলোয়াড়রা বল ক্লিয়ার করে দেন।

ছবি: সঞ্জয় হাজরা

আরও পড়ুন

ডুরান্ড কাপ ২০২৫: বেঙ্গালুরুর দলকে গোলের মালা পরিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপ ২০২৫: ১০ জনে মহমেডান স্পোর্টিংকে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

বিহারের প্রথম দফার ভোটে রেকর্ড অংশগ্রহণ — ৬৪.৬৬% ভোট পড়েছে ১২১টি কেন্দ্রে। আগের লোকসভা ও বিধানসভা ভোটের তুলনায় ভোট বৃদ্ধি প্রায় ৯ শতাংশ, এসআইআর পরবর্তী বিতর্ক সত্ত্বেও ভোটার সংখ্যা কমেনি।

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...