Homeখবরকলকাতাপথচারীদের জন্য নির্দিষ্ট রুট, গাড়ির জন্য আলাদা লেন, শিয়ালদহে মেট্রোর ভিড় সামলাতে...

পথচারীদের জন্য নির্দিষ্ট রুট, গাড়ির জন্য আলাদা লেন, শিয়ালদহে মেট্রোর ভিড় সামলাতে একগুচ্ছ ব্যবস্থা

প্রকাশিত

শিয়ালদহ মেট্রোর পূর্ণাঙ্গ রুট চালু হতে চলেছে। আর তার আগেই রেল এবং কলকাতা ট্রাফিক পুলিশ যৌথভাবে রূপরেখা তৈরি করেছে যাতে শিয়ালদহ স্টেশনের আশপাশে, বিশেষত দক্ষিণ দিকের অংশে, পায়ে হাঁটা যাত্রী ও যানবাহনের চলাচলে কোনো সমস্যা না হয়।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বতন্ত্র গাড়ির ধরণ অনুযায়ী পৃথক পৃথক চলাচলের চ্যানেল তৈরি করা হবে— যেমন অটো, অ্যাপ ক্যাব ও ব্যক্তিগত গাড়ির জন্য আলাদা রাস্তা। তবে ট্রাফিক পুলিশ জানিয়ে দিয়েছে, তারা রাস্তা কেটে আলাদা লেন তৈরি করবে না, বরং শুধু নির্দিষ্ট চিহ্ন দিয়ে চলাচলের গতি নিয়ন্ত্রণ করবে।

এক ট্রাফিক কনস্টেবল জানিয়েছেন, “অটোগুলিকে নির্দিষ্ট সীমার মধ্যে ঢুকতে দেওয়ার নিয়ম আগেই ছিল, সেটাই বজায় থাকবে। তবে যদি কোনও অ্যাপ ক্যাব অটোদের লেনে ঢুকে পড়ে, তবে তার বিরুদ্ধে জরিমানা করা হবে।”

দক্ষিণ অংশের দিকে অ্যাপ-ক্যাব স্ট্যান্ডটিকে আরও কাছাকাছি নিয়ে আসা হচ্ছে বলে জানান এক আধিকারিক। তিনি আরও বলেন, “ভিআইপি পার্কিং-এর জায়গাটি শেড দিয়ে ঘেরা হবে এবং তা সাধারণ গণপরিবহণ ব্যবস্থার থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। প্রয়োজনে মেট্রো যাত্রীরাও এখানে গাড়ি পার্ক করতে পারবেন।”

ট্রাফিক পুলিশের তরফে শিয়ালদহ স্টেশনে বর্তমানে চালু থাকা প্রি-পেইড ট্যাক্সি স্ট্যান্ডের পরিধি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। আরও একটি কাউন্টার যুক্ত করে বুথের কাজ দ্রুত করা হবে।

পথচারীদের চলাচল নিয়েও পুলিশ আলাদা পরিকল্পনা গ্রহণ করেছে। এক আধিকারিক বলেন, “মূল স্টেশনের যাত্রীরা যেন বেশি করে বৈঠকখানা বাজারের রাস্তাটি ব্যবহার করেন, আমরা তা নিশ্চিত করতে চাই। আর দক্ষিণ দিকের যাত্রীরা যাতে বি আর সিং হাসপাতালের দিক দিয়ে যাতায়াত করতে পারেন, সেই ব্যবস্থাও থাকছে।”

এছাড়াও পণ্য পরিবহণ ব্যবস্থা মসৃণ করতে পুলিশের তরফ থেকে রেলকে পাঁচ দফা প্রস্তাব পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে—

  1. ক্যানাল ওয়েস্ট রোড থেকে পার্সেল গেট পর্যন্ত রাস্তা চওড়া করা,
  2. পণ্য ওঠানো-নামানোর পদ্ধতির পুনর্বিন্যাস করে গাড়ির চলাচল নিশ্চিত করা,
  3. গাড়ি থেকে যাত্রী নামানোর জায়গা তৈরি করা,
  4. পণ্যবাহী গাড়িগুলির সুশৃঙ্খলভাবে পার্কিংয়ের ব্যবস্থা,
  5. ক্যানাল ওয়েস্ট রোড থেকে পার্সেল গেট পর্যন্ত উপযুক্ত আলো জ্বালানোর ব্যবস্থা।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ জানিয়েছে, প্রয়োজনে পার্সেল গেট সংলগ্ন গুদামের একাংশ স্থানান্তর বা ভেঙে দেওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে যাত্রী নামা, পার্কিং ও গাড়ি ঘোরানোর জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায়।

আরও পড়ুন: নাম বদল মেট্রোরেলের অ্যাপে, ‘মেট্রো রাইড কলকাতা’ থেকে এখন ‘আমার কলকাতা মেট্রো’, বিভ্রান্ত যাত্রীরা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।