Homeখবরদেশ৮ বছরে সর্বনিম্ন খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, কেন্দ্র তথ্য দিলেও বাস্তব কি তাই বলছে?

৮ বছরে সর্বনিম্ন খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, কেন্দ্র তথ্য দিলেও বাস্তব কি তাই বলছে?

প্রকাশিত

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) জন্য স্বস্তির খবর—জুলাই মাসে দেশের খুচরো মূল্যসূচক বা কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) নেমে দাঁড়িয়েছে ১.৫৫ শতাংশে। মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) তথ্য অনুযায়ী, এটি গত আট বছরের মধ্যে সর্বনিম্ন এবং বর্তমান সিপিআই সিরিজে দ্বিতীয়-সর্বনিম্ন রেকর্ড। এর আগে ২০১৭ সালের জুনে এই হার ছিল ১.৪৬ শতাংশ।

খাদ্যদ্রব্যের দামে বার্ষিক ভিত্তিতে বড় পতন এবং অনুকূল বেস ইফেক্ট এই পতনের প্রধান কারণ। জুনে সিপিআই ছিল ২.১ শতাংশ। টানা নবম মাসে সিপিআই কমেছে এবং এবার প্রথমবার ২০১৯ সালের জানুয়ারির পর আরবিআইয়ের ২-৬ শতাংশ লক্ষ্যমাত্রার নীচে নেমে এসেছে। অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতি সুদের হার আরও কমানোর সুযোগ তৈরি করতে পারে।

কেন্দ্রের তথ্য অনুসারে, জুলাইয়ে খাদ্য মূল্যবৃদ্ধি নেমে হয়েছে ১.৭৬ শতাংশ, যা ২০১৯ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। সবজির দাম বছরে তুলনায় ২০.৬৯ শতাংশ কমেছে, যদিও মাসিক হিসাবে (জুন থেকে জুলাই) সবজির দাম ১১.৬ শতাংশ বেড়েছে এবং ফলের দাম বেড়েছে ২.৮ শতাংশ। ভোজ্য তেল (২ শতাংশ) ও ডিমের (১.৮ শতাংশ) দামও মাসিক ভিত্তিতে বেড়েছে।

অ-খাদ্য পণ্যের মধ্যে মাসিক মূল্যবৃদ্ধি ছিল তুলনামূলকভাবে কম। পোশাক ও জুতোর দাম বেড়েছে ০.২ শতাংশ, বাড়িভাড়ায় বৃদ্ধি ০.৫ শতাংশ, জ্বালানির দাম সামান্য কমেছে ০.১ শতাংশ।

গ্রামীণ অঞ্চলে জুলাইয়ে খুচরো মূল্যবৃদ্ধি নেমে দাঁড়িয়েছে ১.১৮ শতাংশে—এখন পর্যন্ত সর্বনিম্ন। শহুরে এলাকায় এই হার ২.০৫ শতাংশ, যা ইতিহাসে দ্বিতীয়-সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে, ভালো বৃষ্টিপাতের ফলে গ্রামীণ চাহিদা বাড়ছে এবং তা দেশের অর্থনীতিকে বাড়তি গতি দেবে।

মূল্যবৃদ্ধির এই পতনের সঙ্গে সঙ্গেই মূল মুদ্রস্ফীতি (খাদ্য ও জ্বালানি বাদে) জুলাইয়ে নেমে এসেছে ৪.১ শতাংশে, যা জুনে ছিল ৪.৪ শতাংশ। ‘শিক্ষা’ ও ‘ব্যক্তিগত যত্ন’-এর মতো ক্ষেত্রে দামের ধীরগতি কোর ইনফ্লেশন কমাতে সহায়ক হয়েছে। তবে সোনার দামের ধারাবাহিক বৃদ্ধি এখনও কোর ইনফ্লেশনে চাপ সৃষ্টি করছে—জুলাইয়ে সোনার দাম বার্ষিক ভিত্তিতে ৩৬ শতাংশ বেশি ছিল।

তবে সাধারণ ক্রেতার মতে, সরকার তথ্য সঙ্গে বাস্তবটা বিস্তর ফারাক। সবজির বাজারে গেলে দামের আগুনে ছেঁকা লাগছে হাতে। আলুর দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বেগুন, পটল, ঢেঁড়শ সহ অন্যান্য সবজির দাম প্রায় আকাশ ছোঁয়া। বর্ষার অজুহাত দেখিয়ে বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। গত জুন মাস থেকেই এই দাম বাড়তে শুরু করেছে।

যদিও কেন্দ্রের এই তথ্য-পরিসংখ্যান গত কয়েক মাসের। সেই সমময় কিছুটা হলেও বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে ছিল।

আরও পড়ুন: আধার নাগরিকত্বের ‘চূড়ান্ত প্রমাণ নয়’, বিহারের ভোটার তালিকা মামলায় নির্বাচন কমিশনকে সমর্থন সুপ্রিম কোর্টের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

দীপাবলির আনন্দে আঁধার: ‘কার্বাইড বন্দুক’ কী? কীভাবে চোখ নষ্ট করছে ভয়ানক এই বাজি

দীপাবলির আনন্দে ভয়ঙ্কর ছায়া! মধ্যপ্রদেশে কার্বাইড বন্দুক বিস্ফোরণে অন্ধ ১৪ শিশু, বাংলার মালদহেও চোখ হারানোর আশঙ্কায় ১০ জন। কী এই কার্বাইড বন্দুক, কীভাবে ঘটে এই বিপদ—জানুন বিস্তারিত।