Homeখবরকলকাতারেড রোডের কুচকাওয়াজে অসুস্থ ৩৫ পড়ুয়া, কী কারণে জানালেন মমতা

রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ ৩৫ পড়ুয়া, কী কারণে জানালেন মমতা

স্বাধীনতা দিবসের রেড রোড কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়েন ৩৫ পড়ুয়া। এসএসকেএম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে খোঁজ নেন, সকলের অবস্থা স্থিতিশীল।

প্রকাশিত

স্বাধীনতা দিবসের সকালে কলকাতার রেড রোডে আয়োজিত কুচকাওয়াজে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় অংশ নিতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৩৫ জন স্কুলপড়ুয়া। তড়িঘড়ি তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, “আজ গরমের সঙ্গে বৃষ্টিও হয়েছে। তার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হলেও অনেকের শরীরে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয়। এখন সকলে স্থিতিশীল আছে। লাঞ্চ দেওয়ার পর ছেড়ে দেওয়া হবে। ডাক্তার ও চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করছেন। অনেক সময় ভালবাসাতেই অর্ধেক অসুখ সেরে যায়।”

মমতা আরও বলেন, “পড়ুয়ারা মোট এসেছিল ৩৯ জন। একজন টেনশনে ছিল, আর অনেকেই ঠিকমতো খায় না, ডায়েটিং করে—সে কারণেও দুর্বলতা হয়েছে। মালদহ, শাখাওয়াত, ভবানীপুর, আলিপুরদুয়ারসহ বিভিন্ন জেলার পড়ুয়ারা এসেছে। সবার সঙ্গে আলাদাভাবে কথা বলেছি, ওরা এখন অনেকটাই ভাল আছে। শিক্ষকরা পাশে থাকায় সুবিধা হয়েছে।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ পড়ুয়াদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। মূলত অতিরিক্ত গরম ও ভিজে আবহাওয়ার কারণে ডি-হাইড্রেশনের সমস্যা দেখা দেয়। ভর্তি হওয়ার পরেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়। সবার শরীরের জলীয় অংশের ঘাটতি পূরণের জন্য স্যালাইন দেওয়া হয়েছে এবং প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা আশ্বাস দেন, কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক চিকিৎসা শেষ হলে সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।  লাঞ্চ দেওয়ার পর সকলকে ছেড়ে দেওয়া হয়।

স্বাধীনতা দিবসের উদ্‌যাপনের দিন এই ঘটনা কিছুটা অস্বস্তি তৈরি করলেও দ্রুত চিকিৎসা ও প্রশাসনিক তৎপরতায় পরিস্থিতি সামলে ওঠা সম্ভব হয়েছে।

আরও যে খবর পড়তে পারেন:

চাকরিহারা আন্দোলনের মুখ’যোগ্য’ শিক্ষক সুবল সোরেনের মৃত্যু, দিন দু’য়েক আগেই আক্রান্ত হন ব্রেন স্ট্রোকে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।