উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত রেলস্টেশন নিউ জলপাইগুড়িতে (NJP) চলছে সংস্কারকাজ। সেই কারণেই একগুচ্ছ ট্রেন বাতিল করার পাশাপাশি যাত্রাপথেও আনা হয়েছে পরিবর্তন। ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত একাধিক লোকাল, এক্সপ্রেস ও পর্যটক ট্রেন পরিষেবায় প্রভাব পড়বে।
রেল সূত্রে খবর, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে—
- ৫৫৭৪৯ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৭–২০ আগস্ট)
- ৫৫৭৫২ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৭-২০ আগস্ট)
- ১৫৭১০ এবং ১৫৭০৯ এনজেপি-মালদা টাউন-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
- ১৫৭০৩ এবং ১৫৭০৪ এনজেপি-বঙ্গাইগাঁও-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
- ৭৫৭২১ শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডিইএমইউ (১৯ আগস্ট)
- ৭৫৭২২ হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ (২০ আগস্ট)
- ৫৫৭৫০ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৩-২০ আগস্ট)
- আলিপুরদুয়ার জংশন-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস (১৩-২০ আগস্ট)
শুধু বাতিল নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে।
- ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস: ১৯ আগস্ট এনজেপি স্টেশনের বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
- ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: ২০ আগস্ট এনজেপি থেকে নয়, কিষানগঞ্জ থেকে ছাড়বে।
এছাড়াও টয়ট্রেন পরিষেবাতেও পরিবর্তন এসেছে।
- ৫২৫৪১ এবং ৫২৫৪০ এনজেপি-দার্জিলিং টয়ট্রেন: ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে এবং ফিরতি যাত্রাও শিলিগুড়ি জংশনেই শেষ হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা হলেও স্টেশন সংস্কারের কাজ শেষ হলে আরও আধুনিক ও উন্নত পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন:
পুজোর আগেই খুলছে ফরাক্কার নতুন চার লেনের সেতু, বদলাবে উত্তর-দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ