Home খবর রাজ্য নিউ জলপাইগুড়ি স্টেশনে সংস্কারকাজ, বাতিল একগুচ্ছ ট্রেন! যাত্রাপথ বদল হাওড়া-এনজেপি শতাব্দীর

নিউ জলপাইগুড়ি স্টেশনে সংস্কারকাজ, বাতিল একগুচ্ছ ট্রেন! যাত্রাপথ বদল হাওড়া-এনজেপি শতাব্দীর

নিউ জলপাইগুড়ি স্টেশনে সংস্কারকাজের জেরে একাধিক ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এনজেপি থেকে হলদিবাড়ি, মালদা টাউন, বঙ্গাইগাঁও ও কলকাতা থেকে শতাব্দী এক্সপ্রেস পরিষেবায় বড় পরিবর্তন।

NJP Train Cancellation

উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত রেলস্টেশন নিউ জলপাইগুড়িতে (NJP) চলছে সংস্কারকাজ। সেই কারণেই একগুচ্ছ ট্রেন বাতিল করার পাশাপাশি যাত্রাপথেও আনা হয়েছে পরিবর্তন। ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত একাধিক লোকাল, এক্সপ্রেস ও পর্যটক ট্রেন পরিষেবায় প্রভাব পড়বে।

রেল সূত্রে খবর, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে—

  • ৫৫৭৪৯ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৭–২০ আগস্ট)
  • ৫৫৭৫২ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৭-২০ আগস্ট)
  • ১৫৭১০ এবং ১৫৭০৯ এনজেপি-মালদা টাউন-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
  • ১৫৭০৩ এবং ১৫৭০৪ এনজেপি-বঙ্গাইগাঁও-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
  • ৭৫৭২১ শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডিইএমইউ (১৯ আগস্ট)
  • ৭৫৭২২ হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ (২০ আগস্ট)
  • ৫৫৭৫০ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৩-২০ আগস্ট)
  • আলিপুরদুয়ার জংশন-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস (১৩-২০ আগস্ট)

শুধু বাতিল নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে।

  • ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস: ১৯ আগস্ট এনজেপি স্টেশনের বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
  • ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: ২০ আগস্ট এনজেপি থেকে নয়, কিষানগঞ্জ থেকে ছাড়বে।

এছাড়াও টয়ট্রেন পরিষেবাতেও পরিবর্তন এসেছে।

  • ৫২৫৪১ এবং ৫২৫৪০ এনজেপি-দার্জিলিং টয়ট্রেন: ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে এবং ফিরতি যাত্রাও শিলিগুড়ি জংশনেই শেষ হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা হলেও স্টেশন সংস্কারের কাজ শেষ হলে আরও আধুনিক ও উন্নত পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন:

পুজোর আগেই খুলছে ফরাক্কার নতুন চার লেনের সেতু, বদলাবে উত্তর-দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version