বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ওড়িশার স্থলভাগে প্রবেশ করেছে। তবে তার সরাসরি প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। তবুও রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকবে এবং আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এবং মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের দিকে সরে আসায় রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বুধবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ আট জেলাতেও বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষত জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে আগামী শুক্র ও শনিবার উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। তাই উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

