সল্টলেকে ক্রমবর্ধমান যানজট রুখতে নতুন পদক্ষেপ নিল বিধাননগর পুরসভা। ট্রাফিক পুলিশের সঙ্গে আলোচনার পর এবার ১৪টি নতুন পার্কিং জ়োন চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি চালু হচ্ছে কড়া নিয়ম— কোনও গাড়ি ১৫ মিনিটের বেশি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ গাড়ি দাঁড় করাতে হলে নির্দিষ্ট পার্কিং জোনে রাখতে হবে এবং ভাড়া দিতে হবে।
ইতিমধ্যেই সল্টলেকের বিভিন্ন জায়গায় ফি-পার্কিং চালু আছে। এবার নতুন পরিকল্পনা কার্যকর হলে শপিং মল, স্কুল বা অফিসের সামনে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ হবে। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন।
পার্কিং ভাড়া নির্ধারণ করা হয়েছে এভাবে:
- চারচাকা গাড়ি: প্রথম ঘণ্টায় ২০ টাকা, তারপর প্রতি ঘণ্টায় ১৫ টাকা।
- দুইচাকা গাড়ি: প্রথম ঘণ্টায় ১০ টাকা, তারপর প্রতি ঘণ্টায় ৫ টাকা।
- বাস/ট্রাক প্রভৃতি বড় গাড়ি: প্রথম ঘণ্টায় ৫০ টাকা, এরপর প্রতি ঘণ্টায় ৩৫ টাকা।
প্রশাসনের দাবি, এই পদক্ষেপে যানজট কমবে এবং শহরের শৃঙ্খলা বজায় থাকবে। গত বছর কলকাতা হাই কোর্ট পার্কিং ব্যবস্থার দুর্বলতা নিয়ে বিধাননগর পুরসভাকে ভর্ৎসনা করেছিল। আদালতের পরামর্শেই এবার নতুন করে জোন চিহ্নিত ও ভাড়া নির্ধারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৪টি নতুন পার্কিং জ়োনের তালিকা:
১. সিএফ-১২৮ থেকে সিএফ-৩৩৫ (উভয় দিক) এবং পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিএফ-২০১ পর্যন্ত, সুইমিং পুলের পাশে।
২. ডিডি-৮ থেকে সাব ডিভিশনাল হাসপাতালের পিছন দিক পর্যন্ত, রবীন্দ্র ওকাকুরা ভবন থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিছন দিক।
৩. ইজ়েডসিসি ও ঐকতান থেকে আমূল আইল্যান্ড পর্যন্ত ব্রডওয়ের সার্ভিস রোডের দু’দিক, এবং বিগ বাজ়ারের পাশের রাস্তা (সামনের অংশ বাদ দিয়ে)।
৪. সেক্টর ২-এ প্রশাসন ভবন থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক (উভয় দিক)।
৫. বিবেকানন্দের মূর্তি থেকে সিটি সেন্টার ১ শপিং মল পর্যন্ত রাস্তা।
৬. সেক্টর ৩-এ জেসি-২৫ থেকে অরণ্য ভবন পর্যন্ত সার্ভিস রোড।
৭. এইচবি পার্কের উভয় দিক, লেডি কুইন অফ মিশনের চারপাশ।
৮. ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে ভারতীয় বিদ্যাভবন স্কুল পর্যন্ত রাস্তা।
৯. সেক্টর ১-এ বিদ্যাধরী স্কুল থেকে বিদ্যাসাগর আইল্যান্ড পর্যন্ত মেট্রো ব্রিজের অংশ।
১০. বিদ্যাসাগর আইল্যান্ড থেকে সিটি সেন্টার মেট্রো পর্যন্ত রাস্তার ব্রিজ অংশ।
১১. সেক্টর ১-এ ডিবি ব্লকে ইয়েলো স্ট্র শপ থেকে শিবমন্দির পর্যন্ত রাস্তা।
১২. ৪ নম্বর ট্যাঙ্ক ক্রসিং থেকে সিএপি আইল্যান্ড পর্যন্ত রাস্তা।
১৩. সেক্টর ১-এ ওকাকুরা ভবনের সামনের রাস্তা।
১৪. সেক্টর ৩-এ হোটেল হায়াত থেকে আমূল আইল্যান্ড পর্যন্ত রাস্তা (ফুটবল ম্যাচের সময় পার্কিং নিষিদ্ধ)।
পুরসভার আশা, নতুন এই পরিকল্পনা কার্যকর হলে বিধাননগরে যান নিয়ন্ত্রণ সহজ হবে এবং পার্কিং সমস্যা অনেকটাই মিটবে।
আরও পড়ুন:
বেহালা পর্ণশ্রীতে পোষ্য কাণ্ডে চাঞ্চল্য, ময়নাতদন্তে পাঠানো হল কুকুর-বিড়ালের দেহ