Homeখবরদেশদমদম থেকে তৃণমূলকে আক্রমণে দূর্নীতিকেই প্রাধান্য মোদীর, কী এল পাল্টা জবাব?

দমদম থেকে তৃণমূলকে আক্রমণে দূর্নীতিকেই প্রাধান্য মোদীর, কী এল পাল্টা জবাব?

প্রকাশিত

বাংলার মাটিতে এসে তৃণমূল কংগ্রেসকে ফের একবার সরাসরি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শুক্রবার দমদমের সভামঞ্চ থেকে উন্নয়ন থেকে শুরু করে দুর্নীতি, মহিলা সুরক্ষা থেকে চাকরি— একাধিক বিষয়েই মোদী সরকারের কাজের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা তুলে ধরলেন তিনি।

মোদী দাবি করেন, কেন্দ্রের পাঠানো প্রকল্প ও অর্থ বাংলার মানুষ পর্যন্ত পৌঁছচ্ছে না। দুর্নীতির জাল ও রাজনৈতিক স্বার্থে তা আটকে যাচ্ছে রাজ্য প্রশাসনের হাতে। বিশেষ করে ‘আয়ুষ্মান ভারত’, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তাঁর বক্তৃতায় বিশেষ গুরুত্ব পেয়েছে মহিলা সুরক্ষা প্রসঙ্গ। সাম্প্রতিক একাধিক ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার মা-বোনেরা ভয়ের মধ্যে রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা তৃণমূলের পক্ষে সম্ভব নয়।” একই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত হবে বলে আশ্বাস দেন।

রাজনৈতিক স্লোগানের পাশাপাশি মোদী এবার পরিবর্তনের বার্তাও দেন। তাঁর দাবি, “বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। আগামী দিনে বাংলার মাটিতেও ‘ডাবল ইঞ্জিন সরকার’ আসবে।”

সম্প্রতি সংবিধান সংশোধনী বিল নিয়ে তৃণমূল সংসদে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওয়েলে নেমে কাগজ বিলের কপি ছিঁড়ে বিক্ষোভ দেখিয়েছে। রাজ্যে এসে এই বিল প্রসঙ্গ তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। উদাহরণ হিসাবে নাম না করে পার্থ চট্টোপাধ্যায় বালু প্রসঙ্গ উত্থাপন করলেন। 

এদিন তিনি বলেন,  ‘‘শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতারির পরেও পদ ছাড়তে চাননি। তৃণমূলের আরও এক মন্ত্রী রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন। তিনিও মন্ত্রিত্ব ছাড়তে চাননি। মানুষের ভাবনা নেই এঁদের। এঁরা জনতাকে ধোঁকা দিয়েছেন। এঁদের সরকারি পদে থাকার অধিকার আছে?’’

মোদীর বক্তব্যের পরই তৃণমূল সাংবাদিক বৈঠক করে। তৃণমূল ভবনে সেই সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, “কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদীর। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁরাই মঞ্চে বসে।” এরপরেই কুণালের চ্যালেঞ্জ জানিয়ে বলেন দুর্নীতিগ্রস্তদের আগে দুরে সরিয়ে দেখাক।  

ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণকেই ভোটের ইস্যু করতে চাইছে তৃণমূল। সেই প্রসঙ্গে মোদী খুব অল্পই জবাব দেন তাঁর ভাষণে। প্রধানমন্ত্রী বলেন,‘‘বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।’’

বিশ্লেষকদের মতে, এই সভা বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল। দমদমের মতো শহরতলির কেন্দ্র বেছে নেওয়া বিজেপির জন্য কৌশলগত পদক্ষেপ। এই এলাকা ঐতিহ্যগতভাবে বাম ও তৃণমূল ঘনিষ্ঠ হলেও সম্প্রতি বিজেপির প্রভাব বাড়ছে। মোদীর সভা সেই উত্থানকে আরও সুসংহত করার চেষ্টা।

তৃণমূল অবশ্য মোদীর বক্তব্যকে তীব্র আক্রমণ বলে অভিহিত করেছে। দলের নেতারা দাবি করেছেন, বিজেপি রাজ্যের উন্নয়নে কোনও অবদান রাখেনি। বরং কেন্দ্রের অর্থ সাহায্য আটকে দিয়ে মানুষকে বিপাকে ফেলেছে।

এখন দেখার বিষয়, দমদমের মঞ্চ থেকে ছোড়া মোদীর এই বার্তা কতটা প্রভাব ফেলতে পারে রাজনীতির জমিতে।

আরও পড়ুন: আগের রায়ের বদল, নির্বীজকরণ করে পথকুকুরদের ফেরাতে হবে এলাকায়, আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।