Homeখবরদেশস্করপিও, সোনা-নগদ পেয়েও আরও ৩৬ লক্ষ পণ চাই! না মেলায় স্ত্রীকে পুড়িয়ে...

স্করপিও, সোনা-নগদ পেয়েও আরও ৩৬ লক্ষ পণ চাই! না মেলায় স্ত্রীকে পুড়িয়ে খুন, ধৃত স্বামী বলল— ‘অনুতাপ নেই’

গ্রেটার নয়ডায় পণ না দেওয়ায় স্ত্রী নিক্কিকে পুড়িয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী বিপিন ভাটি জানালেন, তাঁর কোনও অনুতাপ নেই। পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

প্রকাশিত

পণের লোভে নিষ্ঠুর খুন। গ্রেটার নয়ডায় ২৮ বছরের নিক্কি ভাটিকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করেছে তাঁর স্বামী বিপিন ভাটি এবং শাশুড়ি দয়া—এমনই অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের জেরায় তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড নিয়ে তাঁর কোনও অনুতাপ নেই।

২০১৬ সালে নিক্কির বিয়ে হয়েছিল বিপিনের সঙ্গে। বিয়েতে কনে পক্ষ থেকে দেওয়া হয়েছিল একটি স্করপিও এসইউভি, রয়্যাল এনফিল্ড বাইক, সোনা, নগদ অর্থসহ একাধিক উপহার। তবু শ্বশুরবাড়ির দাবি মেটেনি। আরও ৩৬ লক্ষ টাকা পণের দাবি করে। সেই টাকা জোগাড় করতে না পারায় নিক্কিকে প্রায়ই মারধর করা হত বলে অভিযোগ।

নিক্কির বোন কাঞ্চন জানিয়েছেন, “আমাদের বাবা সব কিছুই দিয়েছিলেন। কিন্তু ওরা বলত, কাপড়ের দাম নাকি ২ টাকা। রাত জেগে অন্য মহিলাদের সঙ্গে সময় কাটাত। জিজ্ঞাসা করলে মারধর করত। নিক্কি আর আমি মিলে মেকআপ স্টুডিও চালাতাম, তাও ওরা পছন্দ করত না। আমাদের রোজগারের টাকাও কেড়ে নিত।”

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যায় ভয়াবহ ঘটনা। কাঞ্চনের অভিযোগ অনুযায়ী, বিপিন এবং তার মা দয়া নিক্কিকে মারধর করে এবং শেষে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। কাঞ্চন ভিডিও করে রেখেছিলেন ঘটনাটি। সেই ভিডিওতেই দেখা গেছে নিক্কিকে মারধর করছেন বিপিন এবং পরে আগুনে জ্বলতে জ্বলতে সিঁড়ি দিয়ে নামছেন নিক্কি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, দিল্লির সাফদরজং হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

নিক্কি এবং বিপিনের ছয় বছরের ছেলেও মায়ের মৃত্যুদৃশ্য নিজের চোখে দেখেছে। সে জানিয়েছে, “আগে মাকে কিছু ঢেলে দেয়। তারপর মাকে মারে, পরে লাইটার দিয়ে আগুন লাগায়।”

ঘটনার পর পুলিশ বিপিনকে গ্রেফতার করে। শনিবার প্রমাণ সংগ্রহের সময় বিপিন পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশের গুলিতে তাঁর পায়ে আঘাত লাগে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আহত অবস্থায় সংবাদসংস্থা এএনআই-কে বিপিন বলেন, “আমার কোনও অনুতাপ নেই। আমি কাউকে মারিনি। সে নিজে নিজেই মারা গেছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এটা খুব সাধারণ।”

নিক্কির বাবা ভিখারি সিং পৈলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, “ওদের এনকাউন্টার করে মেরে ফেলতে হবে। বাড়ি ভেঙে দিতে হবে। আমার মেয়েকে প্রতিদিন নির্যাতন করেছে। পুরো পরিবার ষড়যন্ত্রে জড়িত।” নিক্কির মা-ও অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন।

বর্তমানে বিপিনের মা এবং ভাই পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন: আড়াই কোটি টাকার প্রতারণা, গ্রাহকের তথ্য পাচারে গ্রেফতার বন্ধন ব্যাঙ্কের ৫ আধিকারিক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।