টানা ঝড়বৃষ্টির পর দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি মিললেও ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন জেলাগুলিতে ফের ঝড়বৃষ্টি শুরু হতে পারে। ২৭ তারিখ থেকে ফের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী এবং দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে এবং পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৮ অগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের কড়া সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
- মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
- বুধবার ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় সতর্কতা জারি হয়েছে।
- বৃহস্পতিবার থেকে দুর্যোগের সম্ভাবনা আরও বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে।
- শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
- মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে।
- বুধবার ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।
- বৃহস্পতিবার কোনও সতর্কতা নেই, তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ফের সক্রিয় থাকবে মৌসুমি বায়ু। ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে জল জমা ও স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই খবরটিও পড়তে পারেন: BMI নয়, বিপদের আসল মাপকাঠি ‘বডি ফ্যাট’— পিজি-র গবেষণায় চাঞ্চল্যকর দাবি, স্বাভাবিক ওজনেও অর্ধেক মহিলার পিসিওএস!