Homeখবরদেশএয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ-আকাশে আগুন, অল্পের জন্য বাঁচলেন শতাধিক যাত্রী

এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ-আকাশে আগুন, অল্পের জন্য বাঁচলেন শতাধিক যাত্রী

দিল্লি থেকে উড়ে যাওয়ার পর এয়ার ইন্ডিয়ার বিমানে ইঞ্জিনে আগুন। মাঝ-আকাশেই বন্ধ করে দেওয়া হয় ইঞ্জিন। নিরাপদে দিল্লিতে ফেরে বিমান। যাত্রীরা সকলে সুরক্ষিত।

প্রকাশিত

রবিবার সকালে ফের আতঙ্কের ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে। দিল্লি থেকে ইনদওরের উদ্দেশে ওড়াক পরই এআই ২৯১৩ বিমানে মাঝ-আকাশেই আগুন ধরে যায় একটি ইঞ্জিনে। দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। ডান দিকের ইঞ্জিনটি বন্ধ করে দিয়ে বিমানটিকে ফের দিল্লি বিমানবন্দরে নামানো হয়। সৌভাগ্যবশত সকল যাত্রীই অক্ষত রয়েছেন।

জানা গিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে দেখা যায় বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন। দুই ইঞ্জিনবিশিষ্ট বিমান হওয়ায় বাঁ দিকের ইঞ্জিন সচল থাকায় কয়েক মিনিট আকাশে ভেসে থাকার সুযোগ মেলে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে অবিলম্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। এরপর নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট বিমানের ইঞ্জিন কেন আগুন ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে যাত্রীদের ইনদওরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের ভোগান্তির জন্য সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী একটি বিমান ওড়ার পরেই ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। ফলে রবিবারের ঘটনাটি আরও একবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। যদিও অল্পের জন্য বড়সড় বিপদ এড়ালেন এআই ২৯১৩ বিমানের যাত্রীরা।

এই খবরটিও পড়তে পারেন: উৎসবের মরসুমে গাড়ি ও সম্পত্তি ঋণের সুদ কমাল ব্যাঙ্ক অফ বরোদা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।